২০০১ সালের ১১ সেপ্টেম্বর, অর্থাৎ ১৫ বছর আগের ঠিক এই দিনেই যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক সঙ্গে চালানো হয়েছিল চার-চারটি আত্মঘাতী বিমান হামলা৷ হামলায় নিহত হয় প্রায় ৩ হাজার মানুষ৷ চারটি মার্কিন যাত্রিবাহী বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের স্থানীয় সময় ৯টার দিকে চালানো হয় এই হামলা ৷
advertisement
দুটি বিমান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর ও দক্ষিণ টাওয়ারে হামলা চালায় ৷ চোখের পলকে ধসে পড়ে বহুতল দুটি৷ আরেকটি বিমান নিয়ে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায় জঙ্গিরা ৷ তবে চতুর্থ বিমানটি নিয়ে জঙ্গিরা পূর্ব নির্ধারিত স্থানে হামলা চালাতে চাইলেও যাত্রীদের প্রতিরোধের মুখে সে প্রচেষ্টা ব্যর্থ হয়৷ পেনসিলভেনিয়ার আকাশে বিধ্বস্ত হয় সেই বিমান ৷
ভয়াবহ এই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা ৷
রবিবার ৯/১১- হামলার ১৫তম বর্ষপূর্তি ৷ হামলায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সম্মান জানাল যুক্তরাষ্ট্র-সহ সারা বিশ্বের মানুষ ৷