TRENDING:

Viral: আর একটু হলেই ঘটত বিপদ ! হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন পুলিশ অফিসার

Last Updated:

ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে সমু্দ্রে সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল একটি শিশু ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: আমেরিকার ফ্লোরিডার কোকোয়া বিচে হাড়-হিম করা সাংঘাতিক দৃশ্য ! আরেকটু হলেই হাঙরের পেটের ভিতর যাচ্ছিল একটি শিশু ৷ এক অফ-ডিউটি পুলিশ অফিসারের তৎপরতায় প্রাণ বাঁচল একটি শিশুর ৷ মোবাইলে সেই ঘটনার ভিডিও কেউ করে রাখেন ৷ যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল !
advertisement

ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে সমু্দ্রে সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল একটি শিশু ৷ সেই সময় সমু্দ্রের তীব্র স্রোতের মধ্যেই দূর থেকে কিছু একটা জিনিস লক্ষ্য করা যায় ৷ কাছে আসতেই সেটা যে একটি হাঙর, বুঝতে অসুবিধা হয়নি কারোরই ৷ কিন্তু ওই প্রবল জলোচ্ছাসের মধ্যে শিশুটির পক্ষে বেঁচে ফেরা হয়তো সহজ ছিল না ৷ পিছন থেকে যে হাঙরটি আসছে, তা বুঝতেও পারেনি সে ৷ সেই সময়েই ওই পুলিশ অফিসারের চোখে পড়লে জলে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে বাঁচান তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাজ নেই-র দিন শেষ,ছাদের তলায় বসেই কয়েক হাজার টাকা রোজগার ঘরের বউদের,সংসার চলছে রমরমিয়ে
আরও দেখুন

সময় মতো পুলিশ কর্মী ওই শিশুটিকে জল থেকে সরিয়ে না নিয়ে এলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত। অফ ডিউটি ওই পুলিশ কর্মীর সবাই প্রশংসা করেছেন। তিনি না থাকলে ওই শিশুটির কী হত তা ভেবেও শিউরে উঠছেন নেটিজেনরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral: আর একটু হলেই ঘটত বিপদ ! হাঙরের মুখ থেকে শিশুকে বাঁচালেন পুলিশ অফিসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল