ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে সমু্দ্রে সার্ফিং বোর্ড নিয়ে সাঁতার কাটছিল একটি শিশু ৷ সেই সময় সমু্দ্রের তীব্র স্রোতের মধ্যেই দূর থেকে কিছু একটা জিনিস লক্ষ্য করা যায় ৷ কাছে আসতেই সেটা যে একটি হাঙর, বুঝতে অসুবিধা হয়নি কারোরই ৷ কিন্তু ওই প্রবল জলোচ্ছাসের মধ্যে শিশুটির পক্ষে বেঁচে ফেরা হয়তো সহজ ছিল না ৷ পিছন থেকে যে হাঙরটি আসছে, তা বুঝতেও পারেনি সে ৷ সেই সময়েই ওই পুলিশ অফিসারের চোখে পড়লে জলে ঝাঁপিয়ে পড়ে শিশুটিকে বাঁচান তিনি ৷
advertisement
সময় মতো পুলিশ কর্মী ওই শিশুটিকে জল থেকে সরিয়ে না নিয়ে এলে হাঙরের আক্রমণে তার প্রাণ পর্যন্ত যেতে পারত। অফ ডিউটি ওই পুলিশ কর্মীর সবাই প্রশংসা করেছেন। তিনি না থাকলে ওই শিশুটির কী হত তা ভেবেও শিউরে উঠছেন নেটিজেনরা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jul 22, 2020 10:13 AM IST
