TRENDING:

থাইল্যান্ডের রাজার গার্লফ্রেন্ডের দেড় হাজার নগ্ন ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়!

Last Updated:

এর আগেও রাজার তিনটি বিয়ে ছিল । তিন স্ত্রী’কেই ডিভোর্স দিয়েছেন তিনি । আগের পক্ষের তরফে ৭ সন্তান রয়েছে রাজার । বর্তমানে তিনি থাকেন তাঁর গার্লফ্রেন্ডের সঙ্গেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#থাইল্যান্ড: প্রায় দেড় হাজার ছবি ভাইরাল হয়ে গেল থাইল্যান্ডের রাজা মহা ভজিরালঙ্গকর্নের গার্লফ্রেন্ড সিনেনাত ওয়ঙ্গভাজিরাপাকডির । তার মধ্যে অন্তত শতাধিক ছবিতে তিনি নগ্ন বা অর্ধনগ্ন । কিছু ছবিতে নাইটস্যুটে রয়েছেন সিনেনাত ওরফে কোই । রাজ পরিবারের এক সদস্যের এমন আপত্তিকর ছবি সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে ।
advertisement

অনেকরই ধারণা রাজ পরিবারের অন্দরের লড়াই এবং বিদ্বেষের ফলাফল এই ঘটনা । রাজার প্রাক্তন কোনও স্ত্রী যোগসাজগ করে সিনেনাতের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করেছেন । গত বছর রাজা তাঁর ব্যক্তিগত বডিগার্ড কোই-কে রয়্যাল মিস্ট্রেস-এর সম্মানে ভূষিত করেছিলেন । এর আগেও রাজার তিনটি বিয়ে ছিল । তিন স্ত্রী’কেই ডিভোর্স দিয়েছেন তিনি । আগের পক্ষের তরফে ৭ সন্তান রয়েছে রাজার । বর্তমানে তিনি থাকেন সিনেনাতের সঙ্গে ।

advertisement

সিনেনাত পেশায় একজন বিমান চালক । রাজার দেহরক্ষীর কাজ করতেন তিনি । সম্প্রতি রাজার বডিগার্ডদের মধ্যে মেজর জেনারেল নিযুক্ত হয়েছিলেন তিনি । ফলে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা থেকেও এমন কাজ কেউ করতে পারে বলে মনে করা হচ্ছে ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে একটি ব্রিটিশ জার্নালে প্রকাশিত খবর অনুযায়ী, আপত্তিকর ওই ছবিগুলি সম্ভবত সিনেনাত নিজেই তুলেছিলেন । তাঁর মোবাইল থেকেই ছবিগুলি তোলা হয়েছিল বলে মনে করা হচ্ছে । ওই ছবিগুলি তুলে রাজা’কে পাঠিয়েছিলেন তিনি । তাঁর ফোন হ্যাক করে সেই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয় ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
থাইল্যান্ডের রাজার গার্লফ্রেন্ডের দেড় হাজার নগ্ন ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল