TRENDING:

Nita Ambani: '...লড়াই করেও ইতিবাচক থেকেছে'! হার্ভার্ডে বক্তব্য রাখার সময় ছেলে অনন্তকে নিয়ে আবেগঘন নীতা

Last Updated:

Nita Ambani: অনন্তের জীবনের চ্যালেঞ্জ, আধ্যাত্মিকতার প্রতি তাঁর ঝোঁক এবং ছেলের জীবনসঙ্গিনী রাধিকা মার্চেন্টের সম্পর্কে অকপট নীতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মার্কিন যুক্তরাষ্ট্র: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বার্ষিক ইন্ডিয়া কনফারেন্সে বক্তব্য রেখেছেন নীতা আম্বানি। জীবনের নানা ধাপের কথা সেখানে তুলে ধরেছেন অনায়াসেই। উঠে এসেছে কনিষ্ঠতম সন্তান অনন্ত আম্বানির প্রসঙ্গও। অনন্তের জীবনের চ্যালেঞ্জ, আধ্যাত্মিকতার প্রতি তাঁর ঝোঁক এবং ছেলের জীবনসঙ্গিনী রাধিকা মার্চেন্টের সম্পর্কে অকপট নীতা।
News18
News18
advertisement

আবেগঘন নীতা বলেন, “অনন্ত খুবই ধার্মিক। আধ্যাত্মিকতার সঙ্গেও ওতপ্রোত ভাবে জড়িয়ে। সারা জীবন ও স্থূলতার সঙ্গে লড়াই করেছে। তবু ইতিবাচক থেকেছে। আর সেই ইতিবাচকতাই যেন ওঁর জীবনসঙ্গী রাধিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। ওদের একসঙ্গে দেখলে ম্যাজিক মনে হয়।”

নীতা জানান, এক সময় তাঁর ইচ্ছা ছিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়ার। কিন্তু আর্থিক সামর্থ্য থাকার না কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, “আজ সকালে আমার ৯০ বছরের মা খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন। শ্লোকা আর রাধিকাকে ফোন করে বলেন, ‘নীতা যখন ছোট ছিল, ওর খুব ইচ্ছে ছিল হার্ভার্ডে পড়তে যাওয়ার, কিন্তু আমাদের সেই সামর্থ ছিল না। আর আজ হার্ভার্ড ওকে আমন্ত্রণ করল বক্তৃতা দেওয়ার জন্য।'”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উপস্থিত দর্শক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে ভোলেননি নীতা। তিনি বলেন, “সকলকে ধন্যবাদ আমার মাকে এত খুশি করার জন্য।”

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nita Ambani: '...লড়াই করেও ইতিবাচক থেকেছে'! হার্ভার্ডে বক্তব্য রাখার সময় ছেলে অনন্তকে নিয়ে আবেগঘন নীতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল