আরও পড়ুনঃ দেশ জুড়ে অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে বন্ধ নেপালের সব বিমানবন্দর, চরমে যাত্রীদের ভোগান্তি
নেপাল সেনাবাহিনীর একটি বিবৃতি দিয়ে জানান, ‘বিভিন্ন উদ্দেশ্যে নেপালে থাকা এবং বর্তমান জটিল পরিস্থিতির কারণে আটকা পড়া, উদ্ধার বা অন্য কোনও ধরণের সহায়তার অপেক্ষায় থাকা সকল বিদেশী নাগরিককে নিকটতম নিরাপত্তা সংস্থা বা কাছাকাছি মোতায়েন করা নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এছাড়াও, হোটেল, পর্যটন উদ্যোক্তা, অথবা এই ধরনের বিদেশী নাগরিকদের সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থাগুলিকে প্রয়োজনীয় উদ্ধার এবং সহায়তা সমন্বয় এবং সহজতর করার জন্য অনুরোধ করা হচ্ছে।’
advertisement
বিদেশী পর্যটকদের আশ্বস্তের বার্তা নেপাল প্রশাসনের! বেড়াতে এসে যারা আটকে পড়েছেন, দ্রুত নিকটবর্তী পুলিশের সঙ্গে যোগাযোগের পরামর্শ নেপাল প্রতিরক্ষা মন্ত্রকের। অন্যদিকে এক প্রেস বিবৃতিতে নেপাল পর্যটন মন্ত্রক জানিয়েছে, পর্যটনকেন্দ্রগুলি নিরাপদে আছে। ক্ষয়ক্ষতি হয়নি। দ্রুত তা খোলা হবে।
যোগাযোগের নং ::
TOURIST POLICE HOTLINE :: 1144
NTB HOTLINE :: 9846967180
CRISIS E-MAIL :: crisiscell@ntb.org.np