ক্ষমতায় আসার পর বেশিদিন তা ভোগ করতে পারলেন না খাড়গা প্রসাদ ওলি ৷ সম্প্রতি প্রচণ্ডের নেতৃত্বাধীন মাওবাদী দল ওলির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনায় পরিস্থিতি আরও গরম হয়। আস্থাভোটের আলোচনা চলার সময়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বুঝে ইস্তফা দিলেন সিপিএন(ইউএমএল)-এর এই নেতা।
খাড়গা প্রসাদ ওলি অবশ্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি করেছেন ৷ ৬৪ বছরের এই প্রবীণ নেতা এদিন জানান, ‘‘ এই মুহূর্তে সরকার পাল্টানোর খেলা শুরু করার বিষয়টি রহস্যময় ৷’’ ওলির মতে, ‘ভাল কাজ’ করারই খেসারত দিতে হল তাঁকে ৷
advertisement
ওলির আরও দাবি, ভারত ও চিনের সঙ্গে সুসম্পর্ক গড়ার কারণেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ জোট ছেড়েছে নেপালি কংগ্রেস ও সিপিএন মাওইস্ট সেন্টার ৷ আর তারাই শেষপর্যন্ত অনাস্থা আনলে সেটাকে সমর্থন করে মাধেশি পিপলস রাইটস ফোরাম-ডেমোক্র্যাটিক ও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছিল তাতে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না ওলির ৷