TRENDING:

Nepal Gen Z Protest Update: প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা! Gen Z-র বিক্ষোভে জ্বলছে নেপাল

Last Updated:

সমাজমাধ্যমকে নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু৷ একই সঙ্গে নেপাল সরকার এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতি শেষ করার ডাক দিয়েও Gen Z-এর নেতৃত্বে শুরু হয়েছে এই বিক্ষোভ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করল বিক্ষোভকারীরা৷ নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরকে আটকে রেখে বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ যার জেরে জীবন্ত দগ্ধ হন তিনি৷
জ্বলছে নেপাল৷ ছবি- রয়টার্স
জ্বলছে নেপাল৷ ছবি- রয়টার্স
advertisement

গুরুতর আহত অবস্থায় রাজলক্ষ্মী চিত্রকরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর৷ নেপালের রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় এই হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে৷

সমাজমাধ্যমকে নিষিদ্ধ করার প্রতিবাদে সোমবার থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে নেপালের রাজধানী কাঠমান্ডু৷ একই সঙ্গে নেপাল সরকার এবং প্রশাসনে ব্যাপক দুর্নীতি শেষ করার ডাক দিয়েও Gen Z-এর নেতৃত্বে শুরু হয়েছে এই বিক্ষোভ৷ পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যুর পর পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে৷ পরিস্থিতি সামাল দিতে সোমবার রাতেই ফেসবুক, ইউটিউবের মতো সামাজিক মাধ্যমের উপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেয় নেপাল সরকার৷ তার পরেও কমেনি বিক্ষোভ৷ এ দিন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি চাপের মুখে পদত্যাগ করেছেন৷ পদত্যাগ করেছেন ওলি সরকারের একাধিক মন্ত্রীও৷ ওলির বাস ভবন, সংসদ ভবন সহ নেপালের একের পর এক সরকারি অফিসে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুঠপাটের মতো ঘটনা ঘটিয়েছে বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি আঁচ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে উঠে নিরাপদ জায়গায় চলে যান নেপালের প্রধানমন্ত্রী৷

advertisement

নেপালের অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাওদেলকে রাস্তায় তাড়া করে মারধর করেন বিক্ষোভকারীরা৷ সেই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে৷ পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে খবর৷ যদিও গতকালের মতো এ দিন সেভাবে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতের পথে হাঁটেনি পুলিশ অথবা সেনা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen Z Protest Update: প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে হত্যা! Gen Z-র বিক্ষোভে জ্বলছে নেপাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল