নেপালের স্থানীয়রা সেনাকে জানিয়েছে, তারা এয়ারের ওই যাত্রীবাহী বিমানটি লামচা নদীর মুখে মনোপাথি হিমালের কাছে ভেঙে পড়ে। নেপালের সেনা সেখানে রওনা হয়েছে। উদ্ধারকাজ শুরু হবে। এমনই তথ্য জানা গিয়েছে সেনার মুখপাত্র নারায়ণ সিলওয়াল। জানা গিয়েছে, ওই বিমানে ২২ জন যাত্রী ছিলেন। যার মধ্যে চার জন ভারতীয়।
আরও পড়ুন: ৪ ভারতীয় সহ আছেন ২২ যাত্রী, হঠাৎ উধাও বিমান! নেপালের মাঝ আকাশে মহারহস্য
advertisement
আরও পড়ুন: সিকিমে পাহাড়ি বাঁকে খাদে গাড়ি! মর্মান্তিক মৃত্যু ৫ পর্যটক ও চালকের
এদিন সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বিমানটি আকাশে ওড়ে। তারপরই মাঝ আকাশে আচমকাই বিমানের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যাত্রীদের মধ্যে তিনজন জাপানি নাগরিকও রয়েছেন। বাকিরা সকলেই নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, পোখরা থেকে জমসন যাচ্ছিল বিমানটি। সেই সময়ই মাঝ আকাশে বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলার উচ্চপদস্থ আধিকারিক নেত্রাপ্রসাদ শর্মা জানিয়েছেন, মুসতাং জেলায় জমসনগামী ওই বিমানটিকে উড়তে দেখা গিয়েছে। তবে এরপরই বিমানটি মাউন্ট ধৌলাগিরির অভিমুখে ঘুরে যায়। এরপর থেকেই নিখোঁজ বিমানটি।