গ্রেটার ওয়াশিংটনে মার্কিনের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক সম্মলনে উপস্থিত হয়েছিলেন মার্কিনে থাকা ভারতের রাষ্ট্রদূত শ্রীঙ্গলা ৷ সেই অনুষ্ঠানেই তিনি জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলার পর কঠোর একটা জবাব দরকার ছিল জঙ্গি হামলার বিরুদ্ধে ৷ সেটারই উদাহরণ ভারতের পক্ষ থেকে উরির পর দ্বিতীয় সার্জিক্যাল ৷ মঙ্গলবার পাকিস্তানের সীমান্ত পার করে জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে, জঙ্গিদের খতম করে ভারত অনেকটাই জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ৷ আর ভবিষ্যতেও সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করবে ভারত ৷ চুপ থাকবে না ৷’
advertisement
অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একঘরে করতে সক্রিয় ভারত। একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করলেন রাশিয়া, চিন ও ভারতের বিদেশমন্ত্রী। তিন রাষ্ট্রের যৌথ বিবৃতিতে, জঙ্গিদের যেকোনওরকম মদতের কড়া নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানকে সংযত হতেও আবেদন জানিয়েছে রাশিয়া, চিন, আমেরিকা।