TRENDING:

‘কোনওরকমের সন্ত্রাসেই চুপ থাকবে না ভারত !’ সন্ত্রাসের তীব্র নিন্দায় আমেরিকায় ভারতীয় দূতাবাস

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউ ইয়র্ক: সন্ত্রাসের ব্যাপারে কোনওরকম সমঝোতা নয় ৷ পুলওয়ামা হামলার পর, জঙ্গিকার্যকলাপ দমনে ভারতের দ্বিতীয় সার্জিক্যাল স্ট্রাইকের মধ্যে দিয়ে ভারত বার বারই প্রমাণ করে চলেছে, সন্ত্রাসের ব্যাপারে কোনওরকম সমঝোতা করবে না ভারত ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও এই সমঝোতার কথা জানানো হল ৷ সম্প্রতি এক অনুষ্ঠানে মার্কিনে থাকা ভারতীয় রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রীঙ্গলা জানালেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত লড়বে ৷ কোনও ভাবেই সমঝোতা নয় ৷ এ ব্যাপারে চুপ থাকবে না ভারত ৷’
advertisement

গ্রেটার ওয়াশিংটনে মার্কিনের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এক সম্মলনে উপস্থিত হয়েছিলেন মার্কিনে থাকা ভারতের রাষ্ট্রদূত শ্রীঙ্গলা ৷ সেই অনুষ্ঠানেই তিনি জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলার পর কঠোর একটা জবাব দরকার ছিল জঙ্গি হামলার বিরুদ্ধে ৷ সেটারই উদাহরণ ভারতের পক্ষ থেকে উরির পর দ্বিতীয় সার্জিক্যাল ৷ মঙ্গলবার পাকিস্তানের সীমান্ত পার করে জঙ্গি ঘাঁটি নিশ্চিহ্ন করে, জঙ্গিদের খতম করে ভারত অনেকটাই জঙ্গি হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ৷ আর ভবিষ্যতেও সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করবে ভারত ৷ চুপ থাকবে না ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অন্যদিকে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে একঘরে করতে সক্রিয় ভারত। একযোগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করলেন রাশিয়া, চিন ও ভারতের বিদেশমন্ত্রী। তিন রাষ্ট্রের যৌথ বিবৃতিতে, জঙ্গিদের যেকোনওরকম মদতের কড়া নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে ভারত ও পাকিস্তানকে সংযত হতেও আবেদন জানিয়েছে রাশিয়া, চিন, আমেরিকা।

বাংলা খবর/ খবর/বিদেশ/
‘কোনওরকমের সন্ত্রাসেই চুপ থাকবে না ভারত !’ সন্ত্রাসের তীব্র নিন্দায় আমেরিকায় ভারতীয় দূতাবাস