TRENDING:

NASA Releases First Audio From Mars: লাল গ্রহের বাতাসের শব্দে গায়ে কাঁটা দেবে

Last Updated:

১৯৬৫ সালের পর থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ২০টি মঙ্গল অভিযান করেছে৷ মনে করা হচ্ছে পারসিভিয়ারেন্স সবচেয়ে ফলপ্রসূ হতে চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: পৃথিবীতে বসেই দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ (Mars)! চোখের সামনে রয়েছে সেই ভিডিও৷ সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহের বাতাসের শব্দ আসছে কানে! বৈজ্ঞানিক গবেষণায় প্রযুক্তিকে আজ এই জায়গাতেই নিয়ে গিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)৷
advertisement

লাল গ্রহে পারসিভিয়ারেন্স রোভারের (Perseverance Rover) অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করল নাসা৷ বলাই বাহুল্য মহাজাগতিক এই দৃশ্যায়ন মোহিত করেছে গোটা পৃথিবীকে৷ সাত মাস আগে নাসার গ্রহ পৃষ্ঠ অভিযানের ডিভাইসটি পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দিয়েছিল৷ গত ১৮ ফেব্রুয়ারি লাল-সাদা প্যারাশুটের মাধ্যমে রোভার মঙ্গলের মাটি ছুঁতে সক্ষম হয়েছে৷ রোভারের মধ্যের অত্যাধুনিক হাই ডেফিনিশন ক্যামেরাই মঙ্গলের জেজেরো গহ্বরে নামার ছবি সফল ভাবে তুলতে সক্ষম হয়েছে৷

advertisement

advertisement

পারসিভিয়ারেন্স রোভারের ক্যামেরা এবং মাইক্রোফোন সিস্টেমের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল বলছেন, "আপনারা যে ১০ সেকেন্ডের আওয়াজটা শুনতে পারছেন, সেটাই মঙ্গলের প্রকৃত বাতাসের শব্দ৷ যেটা মাইক্রোফোন রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে৷" ৩ মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটি-র প্রসঙ্গে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির ডিরেক্টর মাইকেল ওয়াটকিন্স বলছেন, "এই প্রথমবার এরকম কোনও ইভেন্টকে ক্যামেরায় বন্দি করা সম্ভব হয়েছে৷ গোটা উইকেন্ড এই ভিডিও দেখা যাবে৷"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

১৯৬৫ সালের পর থেকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ২০টি মঙ্গল অভিযান করেছে৷ মনে করা হচ্ছে পারসিভিয়ারেন্স সবচেয়ে ফলপ্রসূ হতে চলেছে৷ পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে অবতরণের পরেই নাসার সদর দফতরের বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন। আগামী দু’বছর মঙ্গলে ঘর করবে পারসিভিয়ারেন্স রোভার৷ মাটি খুঁড়ে এবং মাটির ওপর থেকে নুড়ি পাথর সংগ্রহ করবে৷ হয়তো মিলতেও পারে কোনও প্রাণের সন্ধান!

বাংলা খবর/ খবর/বিদেশ/
NASA Releases First Audio From Mars: লাল গ্রহের বাতাসের শব্দে গায়ে কাঁটা দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল