এই ঘটনার পর নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে৷ মার্কিন ক্যাপিটল হিলে এমন হিংসার ঘটনায় স্তম্ভিত সকলে৷ আমেরিকার তাণ্ডবের ঘটনা দুঃখজনক, বলেছেন মোদি৷ এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি ট্যুইটে বলেন যে, "ওয়াশিংটন ডিসির হিংসার ঘটনা খুবই পীড়াদয়ক৷ ক্ষমতার বদল শান্তিতে এবং নিয়মানুযায়ী হোক৷ গণতন্ত্রে আইনবিরুদ্ধ প্রতিবাদ মেনে নেওয়া যায় না৷"
advertisement
শুধু প্রধানমন্ত্রী মোদি নন, বহু রাষ্ট্রনেতা এই ঘটনার নিন্দা জানিয়েছেন৷
মার্কিন কংগ্রেসে এই হিংসার ঘটনায় এক মহিলা গুলিবিদ্ধ হয়েছেন। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়ে। হুমকির রয়েছে, তাই ক্যাপিটল হিল কমপ্লেক্সের বাইরে বা ভিতরে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
ওয়াশিংটন ডিসি পুলিশ প্রধান জানিয়েছেন, ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে প্রবেশের জন্য পুলিশ ওপর কাছে রাসায়নিক উপাদান নিক্ষেপ করেছিল। ওয়াশিংটন ডিসির মেয়র স্থানীয় সময় সন্ধেটায় কারফিউ ঘোষণা করেছেন।
এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত বাইডেনও । বাইডেন ট্যুইট করেছেন, 'আমি ডোনাল্ড ট্রাম্পকে তাঁর শপথ পূরণ ও সংবিধান রক্ষা করার জন্য আবেদন করছি৷ তিনি আরও বলেন এই ধরণের হিংসা বন্ধ হোক এবং টিভির পর্দায় এসে ট্রাম্প তাঁর সমর্থকদের এই ধরণের তাণ্ডব বন্ধ করতে নির্দেশ দিন৷ অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও ট্যুইটের মাধ্যমে তাঁর সমর্থকদের হিংসা বন্ধ করার নির্দেশ দিতে বলেন৷ তিনি জানান যে তাঁর দল আইনরক্ষার পথে হাঁটে এবং সে কথা মাথায় রেখেই রিপাবলিকান দলের সমর্থকদের পদক্ষেপ নেওয়া উচিৎ৷