TRENDING:

ফরাসি থেকে জার্মান ! সারা বিশ্বের মানুষ, ভারতীয় 'নমস্তে'-য় মেতে ! দেখুন ভিডিও

Last Updated:

কোনও ভাবেই অন্য মানুষকে ছোঁয়া যাবে না। ফলে এই হাত মিলিয়ে গ্রিট করার দিন শেষ। এখন সারা বিশ্বে সবাই শুধু ভারতীয় স্টাইলে 'নমস্তে' বলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফ্রান্স: করোনা ভাইরাস মানুষকে অনেক কিছু শিখিয়েছে। এই যেমন দীর্ঘ পাঁচ মাসের ওপর মানুষ গৃহবন্দি। বন্ধ হয়েছে অহেতুক কেনাকাটা। বাজারে দোকানে ভিড়। ঘুরতে যাওয়া সব কিছুই তো বন্ধ। মানুষের আয় না বাড়লেও আগের থেকে কিছুটা হলেও খরচা কমেছে। সব থেকে বড় ব্যাপার বাতাসে পলিউশনের মাত্রা অনেক কমেছে। কারণ রাস্তায় গাড়ির সংখ্যা কমেছে। এই ভাবে মানুষ বন্দি থাকায় কিছুটা হলেও পরিবেশের ক্ষতি কমেছে। তবে করোনার মতো মহামারী বিশ্বে হানা না বসালে হয়ত এটা হত না।
advertisement

বদলে গিয়েছে অনেক রীতি-রেওয়াজও। আমেরিকান কান্ট্রিগুলোতে কারও সঙ্গে প্রথম দেখা হলে, তারা একে অপরের হাতে হাত মিলিয়ে অভ্যর্থনা জানান। তবে করোনা প্রথম সতর্কতা হল সামাজিক দূরত্ব মানা। কোনও ভাবেই অন্য মানুষকে ছোঁয়া যাবে না। ফলে এই হাত মিলিয়ে গ্রিট করার দিন শেষ। এখন সারা বিশ্বে সবাই শুধু ভারতীয় স্টাইলে 'নমস্তে' বলছে। হাত জোড় করে একদম ভারতীয় ছন্দে নমস্কারের জয়জয়াকার সব জায়গায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন জার্মনির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে দু'হাত জোড় করে প্রণাম জানাচ্ছেন। এই ভিডিও দেখার পরেই মানুষ শেয়ার করতে শুরু করেছেন। তারা বলছেন ভারতের 'নমস্তে' রাজ করছে গোটা বিশ্বে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফরাসি থেকে জার্মান ! সারা বিশ্বের মানুষ, ভারতীয় 'নমস্তে'-য় মেতে ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল