TRENDING:

America B 2 Bomber Mystery in Iran: ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে গিয়ে বড় ধাক্কা আমেরিকার, নিখোঁজ বোমারু বিমান? ঘনাচ্ছে রহস্য

Last Updated:

গত ২১ জুন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে প্রবল শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ফেলার জন্য একঝাঁক বি টু স্টেলথ বোমারু বিমান আমেরিকার মিসোরি বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে উড়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল আমেরিকার বোমারু বি টু স্টেলথ বিমান৷৷ সূত্রের খবর, ইরানে হামলা চালানোর পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে মার্কিন এই বিমানটি৷ মার্কিন বায়ুসেনার নির্দিষ্ট ঘাঁটিতেও সেটি ফিরে আসেনি এই দানব বিমান৷ ফলে ইরানে হামলা চালানোর পর বিমানটির কী পরিণতি হয়েছে, তা নিয়েই তুমুল জল্পনা ছড়িয়েছে৷
নিখোঁজ আমেরিকার বোমারু বিমান?
নিখোঁজ আমেরিকার বোমারু বিমান?
advertisement

গত ২১ জুন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে প্রবল শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ফেলার জন্য একঝাঁক বি টু স্টেলথ বোমারু বিমান আমেরিকার মিসোরি বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে উড়েছিল৷ এর মধ্যে কয়েকটি বিমান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে যায়৷ বাকি সাতটি বি টু স্টেলথ বিমান উড়ে যায় তেহরানের দিকে৷ তাদের মূল উদ্দেশ্যই ছিল ইরানের ফোরডো এবং নাতানজে মাটির নীচে থাকা পরমাণু কেন্দ্রের পরিকাঠামোকে ধ্বংস করা৷

advertisement

এই অভিযানে গিয়ে টানা ৩৭ ঘণ্টা ধরে উড়ানের পর ওই সাতটি বিমানই নিজেদের ঘাঁটিতে ফিরে আসে৷ কিন্তু ইরানকে বোকা বানাতে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে যাওয়া বি টু স্টেলথ বিমানের দলটিকে নিয়ে ধোঁয়াশা ছড়ায়৷ জানা গিয়েছে, ওই দলে থাকা অন্তত একট বোমারু বিমান হাওয়াই দ্বীপপুঞ্জের ড্যানিয়েল কে ইনওউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷ এই বিমানবন্দরটি আবার হনোলুলুর হিকাম বায়ুসেনা ঘাঁটিকে নিজেদের রানওয়ে ব্যবহার করতে দেয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ফলে ওই বিমানবন্দরে কেন আমেরিকার বোমারু বিমানটি অবতরণ করল, বিমানটির আদৌ কোনও ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ বিশ্বে একমাত্র আমেরিকার হাতেই এই ধরনের বি টু স্টেলথ বোমারু বিমান রয়েছে৷ হাওয়াইয়ের ওই বিমানবন্দরে দৈত্যাকার মার্কিন বিমানটির দাঁড়িয়ে থাকার একটি ভিডিও-ও ইতিমধ্যে ভাইরাল হয়েছে৷ কবে বিমানটি আমেরিকায় ফিরবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷ এ নিয়ে মার্কিন বায়ুসেনার পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
America B 2 Bomber Mystery in Iran: ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে গিয়ে বড় ধাক্কা আমেরিকার, নিখোঁজ বোমারু বিমান? ঘনাচ্ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল