আছে আছে বিস্তর আছে ৷ নাহলে চিন প্রশাসন নড়েচড়ে বসে ৷ এই ভিডিও গেম এক মারাত্মক ধরণের নেশা ৷ চিন সরকার জানিয়ে দিয়েছে শিশুদের মধ্যে চোখ খারাপ অসম্ভব বৃদ্ধি পাচ্ছে ৷ মায়োপিয়া এখন চিনের শিশুদের খুব সাধারণ একটা রোগ হয়ে দাঁড়িয়েছে ৷ ভবিষ্যত প্রজন্মের চোখ সুরক্ষিত করতে চিন সরকার তাই রাশ টানতে চলছে ভিডিও গেমে ৷ আর এতেই নড়েচড়ে বসেছে চিনা ভিডিও গেম উৎপাদকরা ৷ তাদের ফুলে ফেঁপে ওঠা ব্যবসা এক মুহূর্তে বিশাল পতনের সামনে দাঁড়িয়ে ৷
advertisement
চিনা প্রেসিডেন্ট জিন পিং ভিডিও গেম খেলা নিয়ে নয়া নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন ৷
এই পুরো বিষয়টিতে এগিয়ে এসেছে চিনের শিক্ষামন্ত্রকও ৷ কতটা ইন্টারনেট ব্যবহার করা হবে কতটা গেম ডাউনলোড করা হবে বয়স ও উপযোগিতার ভিত্তিতে সবটাই খতিয়ে দেখবে তারা ৷ এমনকি বাচ্চারা কতক্ষণ সময় এই গেমে কাটাবে তারও সর্বোচ্চ সীমা তারাই বাতলে দেবে ৷
আরও পড়ুন - মোমো মেসেজ থেকে গোপনীয় ও ব্যক্তিগত তথ্যও চলে যেতে পারে অন্য কারও হাতে
বৃহস্পতিবারের এই ঘোষণার পরেই শেয়ার বাজারে এইসব অনলাইন গেমের শেয়ারে ধ্বস নেমেছে ৷ এখন সারা পৃথিবী জুড়েই অনলাইন গেমের রমরমা ৷ যেসবের মারাত্মক হাতছানি শুধু বাচ্চারাই নয় বড়রাও এড়াতে পারেন না ৷ তাই ব্লু হোয়েলের পর মারণ গেমে মোমোর আতঙ্কে কাটাতে জেরবার হতে হচ্ছে ৷ এরকমভাবে যদি এদেশেও সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করে তাহলে বোধহয় অনেক সমস্যারই সমাধান হতে পারে ৷