TRENDING:

Youtuber Mithilesh: বেলারুশের তরুণীকে বিয়ে করে সে দেশেই থিতু হয়ে লাখপতি মুম্বইয়ের যুবক

Last Updated:

Travel Blogger Mithilesh: বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে লিজার সঙ্গে তাঁর আলাপ৷ দোভাষীর মাধ্যমে কথাবার্তা চালিয়েছিলেন তাঁরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : মুম্বইয়ের যুবক মিথিলেশ একজন ট্র্যাভেল ব্লগার৷ সম্প্রতি বেলারুশের তরুণী লিজাকে বিয়ে করেছেন তিনি৷ বেলারুশেই আপাতত মিথিলেশ-লিজার সংসার৷ সদ্য কন্যাসন্তান এসেছে তাদের কোলে৷ নিজস্ব ইউটিউব চ্যানেলে অভিজ্ঞতা শেয়ার করেছেন মিথিলেশ৷ জানিয়েছেন বেলারুশ সরকারের থেকে তিনি সন্তানকে বড় করে তোলার জন্য মোটা অঙ্কের অর্থ পেয়েছেন৷
তাঁর ইউটিউবে প্রেমকাহিনি জানিয়েছেন মিথিলেশ
তাঁর ইউটিউবে প্রেমকাহিনি জানিয়েছেন মিথিলেশ
advertisement

ভারতীয় মুদ্রায় এককালীন ১ লক্ষ ২৮ হাজার টাকা পেয়েছেন তিনি৷ এছাড়াও প্রতি মাসে ১৮ হাজার টাকা করে পাবেন সরকার থেকে৷ তিন বছর পর্যন্ত সরাসরি তাঁর অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে৷ তবে এই সুবিধে পাবেন শুধুমাত্র বেলারুশে বসবাসকারীরাই৷ মিথিলেশ জানিয়েছেন তাঁর স্ত্রী লিজা স্বাভাবিক উপায়েই সন্তান প্রসব করেছেন৷ এখন তাঁদের মেয়েদের বয়স ২ মাস৷

advertisement

আরও পড়ুন :  তাঁর 'মন্ত্রঃপূত' কম্বল জড়ালেই রোগমুক্তি অসুস্থের, দাবি স্বঘোষিত কম্বলবাবার

তাঁর ইউটিউবে প্রেমকাহিনি জানিয়েছেন মিথিলেশ৷ বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে লিজার সঙ্গে তাঁর আলাপ৷ দোভাষীর মাধ্যমে কথাবার্তা চালিয়েছিলেন তাঁরা৷ গত ২৫ মার্চ তাঁদের বিয়ে হয়৷ উপস্থিত ছিলেন দু’জনের পারিবারিক সদস্যরা৷ মিথিলেশের ইউটিউব চ্যানেলের গ্রাহক সংখ্যা পেরিয়েছে ৯ লক্ষ৷ দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনা তিনি শেয়ার করেন ইউটিউবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

মিথিলেশ ২০২১ সালে জীবনে প্রথম বারের জন্য রাশিয়া গিয়েছিলেন৷ সেখানকার এক বন্ধুর পরামর্শে গিয়েছিলেন বেলারুশে৷ সেখানেই আলাপ লিজার সঙ্গে৷ কয়েক দিন যেতেই প্রেম গভীর হয়ে ওঠে৷ তার পর তিনি প্রোপোজ করলে সাড়া দেন লিজা৷ শুরু হয় তাঁদের সংসার৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Youtuber Mithilesh: বেলারুশের তরুণীকে বিয়ে করে সে দেশেই থিতু হয়ে লাখপতি মুম্বইয়ের যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল