TRENDING:

গত ২৫ দিনে নতুন কোনও আক্রান্ত নেই, ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ হল মন্টেনেগ্রো

Last Updated:

অসম্ভভকে সম্ভব করে দেখাল ইউরোপেরই এক দেশ । নিজেদের সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করল তাঁরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পডগোরিকা: সারা পৃথিবী ধুঁকছে করোনার সংক্রমণে। এমনকী পাশ্চাত্যের অত্যাধুনিক দেশগুলিও এর ব্যতিক্রম নয় । ইউরোপে জাঁকিয়ে বসেছে করোনা । ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা প্রায় ৬০ লক্ষ । আর মৃতের সংখ্যা চার লক্ষ ছুঁইছুঁই ।
advertisement

কিন্তু তার মধ্যেও অসম্ভভকে সম্ভব করে দেখাল ইউরোপেরই এক দেশ । নিজেদের সম্পূর্ণ করোনামুক্ত ঘোষণা করল তারা। ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ হিসাবে ঘোষিত হল মন্টেনেগ্রো । গত ২৫ দিনে ওই দেশের একজনের শরীরেও করোনার সংক্রণ দেখা যায়নি ।

৭৫ দিন আগে মন্টেনেগ্রোয় প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল । সেখানে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩২৪ জন । মৃত্যু হয়েছে ৯ জনের । করোনার হানা হতেই নিজেদের দেশকে সুরক্ষিত করতে সমস্ত দেশীয় ও আন্তর্দেশীয় সীমান্ত বন্ধ করে দিয়েছিল মন্টেনেগ্রো । পর্যটন নির্ভর এই সমুদ্রের দেশে এমনকি পর্যটকদের প্রবেশেও ছিল কঠোর নিষেধাজ্ঞা ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

৩০ মার্চ থেকে শুরু হয় কড়াকড়ি। জোর দেওয়া হয় সেল্ফ আইসোলেশনের উপর । পরিচ্ছন্নতা না মানলেই মোটা অঙ্কের জরিমানা নেওয়া হত শাস্তি হিসেবে । শেষ পর্যন্ত সফলতা আসে । মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মার্কোভিচ সাম্প্রতিক একটি সাংবাদিক সম্মেলনে জানান, দেশ সম্পূর্ণ করোনা মুক্ত ।

বাংলা খবর/ খবর/বিদেশ/
গত ২৫ দিনে নতুন কোনও আক্রান্ত নেই, ইউরোপের প্রথম করোনামুক্ত দেশ হল মন্টেনেগ্রো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল