রাজকীয় অভ্যর্থনার পাশাপাশি হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন মোদি। আমেরিকান কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য মোদিকে আমন্ত্রণও জানিয়েছিল বাইডেন সরকার। বৃহস্পতিবার সেই মঞ্চেই ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেই ভারতের উন্নতি এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের জয়গান।
মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভরশীল। দুই দেশের সংবিধানই শুরু হয় ‘উই দ্য পিপল’ শব্দবন্ধ দিয়ে। দুই জাতিই নিজেদের বৈচিত্র্যের জন্য গর্ব অনুভব করে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
advertisement
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আর্থ-সামাজিক সম্পর্ক এবং সামরিক সম্পর্ক নিয়ে দুই দেশের প্রধানের মধ্যে আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: রাজীব সিনহার পাশেই… রাজ্যপাল-কমিশন ‘সংঘাতে’ মুখ খুললেন মমতা! যা বললেন মুখ্যমন্ত্রী, তোলপাড় বাংলা
জো বাইডেনের কথায়, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে নজর দেওয়া, স্বাস্থ্যসেবার প্রসারণ, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা- এইসব প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই সমস্ত বিষয় আমেরিকার জন্য, ভারতের জন্য এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এও বলেছেন, ‘আজ আমরা যে সিদ্ধান্তগুলি নিচ্ছি তা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে ভবিষ্যতে’। চলতি মার্কিন সফরে প্রেসিডেন্ট বাইডেনের এবং হোয়াইট হাউসের অভ্যর্থনায় অভিভূত মোদি।