নিজেদের লেটেস্ট ডিজাইন প্রদর্শনীর জন্য ভেনিস শহরে নদীর পাড়ে রঙিন ফ্যাশন শোয়ের আসরের আয়োজন করে বিখ্যাত ডলস অ্যান্ড গাবানা সংস্থা (Fashion Show in Venice)৷ মার্জার সরণি বেয়ে হেঁটে আসছিলেন অসংখ্য সুন্দরী ও সুপুরুষ৷ হাজির ছিলেন সব ফ্যাশন দুনিয়ার তাবড় তারকারা৷ ডি অ্যান্ড জি-র অল্টা সার্টোরিয়া কালেকশন (Alta Sartoria collection) দেখতে মুখিয়ে ছিলেন সকলে৷ সেন্ট মার্ক্স স্কোয়ারে (St Mark’s Square) সকলে ছিলেন দারুণ মুডে! তবে বেশিক্ষণ বিন্দাস থাকতে পারলেন না কেউ৷ এত সব আয়োজনের মধ্যে শুরু হল শিলা বৃষ্টি৷ তবে বৃষ্টি পরিমাণ কম, ঝড়ের সঙ্গে পড়তে থাকল চাঁই চাঁই শিল (Hailstorm at Fashion show)৷ আর তাতে আহত হলেন উপস্থিত অতিথিরা৷ কে কীভাবে মাথা বাঁচাবেন, তার চেষ্টা করতে থাকলেন৷ কেউ আবার ছাতা খুলে কোনও রকমে শিলের আঘাত থেকে নিজেকে বাঁচালেন৷ কিন্তু এরই মধ্যে হাঁটা থামালেন না মডেলরা (Models walk within hailstorm in Venice)! এদিক-ওদিক থেকে শিলের ঝাপট খেয়েও চলল তাঁদের ক্যাট ওয়াক! আর সেই ভিডিও ভাইরাল৷
advertisement
সুন্দরী মডেলদের পেশাদারিত্ব দেখে আপ্লুত সকলে৷ এই অনুকূল পরিস্থিতির মধ্যে তাঁরা তাঁদের কাজ করে গেলেন, এতেই বাহবা কুড়িয়ে নিলেন তাঁরা৷ মডেল মানেই যে সুন্দর সেজে, শরীর প্রদর্শন, তাই নয়৷ এরা অত্যন্ত সাহসী এবং কাজের প্রতি নিষ্ঠাবান, তাও প্রমাণ করল এই ফ্যাশন শো (Models are very bold)৷ স্পষ্ট দেখা গেল যে বড় বড় শিল এসে পড়ছে মডেলদের গায়ে৷ কিন্তু সে সব উপেক্ষা করেই তাঁরা হেঁটে চললেন রঙ বেরঙের পোশাক পরে৷