এই বইয়ের কভারে Harry Potter and the Philosopher's Stone-এর বানান লেখা হয়েছিল Harry Potter and the Philospher's Stone৷ আর একটি 'o' বাদ পড়াতেই এই বিরল কপির দাম গিয়ে দাঁড়াল ৭০ হাজার ইউরো৷
শুধু এটাই নয়৷ এই বইয়ের রয়েছে আরও একটি বৈশিষ্ট্য৷ লেখকের সিগনেচার পেজে রয়েছে জে কে রাউলিং-এর অরিজিনাল সিগনেচার৷ যেখানে তিনি নিজের পুরো নাম জোয়ান সই করেছেন৷ ১৯৯৭ সালে বইটি প্রথম প্রকাশিত হয়৷ পশ্চিম লন্ডনের নাইটসব্রিজের বনহ্যামস অকশন হাউজে নিলামে বইয়ের দাম উঠেছিল ৬৮ হাজার ইউরো৷
advertisement
১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রকাশিত হয় হ্যারি পটারের বিভিন্ন ফ্যান্টাসি উপন্যাস সিরিজ লেখেন ব্রিটিশ লেখক জে কে রাউলিং৷ ২০০১ থেকে ২০১১ পর্যন্ত হলিউডে তৈরি হয় একের পর এক সুপারহিট হ্যারি পটার ফিল্ম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2019 4:26 PM IST