TRENDING:

ভালোবাসার টানে রাজমহল থেকে কন্যা এলেন ফুটপাতে !

Last Updated:

একেই বলে প্রেম ৷ যেখানে অর্থ, সম্পত্তি পাত্তাই পায় না ৷ শুধু মনের সঙ্গে মনের মিলন, আর শুদ্ধ প্রেম !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কুয়ালালামপুর: একেই বলে প্রেম ৷ যেখানে অর্থ, সম্পত্তি পাত্তাই পায় না ৷ শুধু মনের সঙ্গে মনের মিলন, আর শুদ্ধ প্রেম ! তবে সিনেমায় এসব ঘটে থাকলেও বাস্তবে খুব একটা দেখা যায় না এরকম কাণ্ড ! তবে এবার এরকমই সত্যি প্রেমের উদাহরণ দিলেন মালেশিয়ার ধন কুবেরের কন্যা !
advertisement

একটি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মালেশিয়ার ধনকুবের কে পং পাঁচ সন্তানের মধ্যে একজন হলেন অ্যাঞ্জেলিনা ৷ পেশায় অ্যাঞ্জেলিনা ফ্যাশন ডিজাইনার ৷ কলেজে পড়াশুনোর সময় অ্যাঞ্জেলিনা সাধারণ ঘরের ছেলে জেডিডিয়ার প্রেমে পড়ে যান ৷ আর তারপরই বিয়ের প্রস্তাব৷

তবে ধন কুবের বাবা কিছুতেই এই বিয়ে মেনে নেন না ৷ অ্যাঞ্জেলিনা বাবাকে ছেড়ে চলে আসেন সোজা জেডিডিয়ার কাছে ৷ বিয়েও করেন তাঁরা ৷ ছেড়ে দেন বাবার ঘর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অ্যাঞ্জেলিনা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোটিপতি বাবার সম্পত্তির কোনও খবরই তিনি আগে জানতেন না। মা-বাবার বিবাহবিচ্ছেদের সময় জেনে ছিলেন গোটা সম্পত্তির কথা ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
ভালোবাসার টানে রাজমহল থেকে কন্যা এলেন ফুটপাতে !