স্থানীয় সময় সোমবার বিকেলে বিচার প্রক্রিয়ার শুরুতেই মিশিগান আদালতে চলে গুলি ৷ মিশিগানের বেরিয়ান কাউন্টি আদালতে শুনানির জন্য নিয়ে যাওয়ার সময় হঠাৎই বিচারধীন এক বন্দি নিরাপত্তারক্ষীর থেকে বন্দুক কেড়ে নিয়ে গুলি চালাতে শুরু করে ৷ এলোপাথারি গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই আদালত কর্মী ৷ পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ৷ গুলিতে ওই চত্বরে উপস্থিত একাধিক মানুষ আহত হয়েছেন ৷ আহতদের তালিকায় রয়েছেন স্বয়ং শেরিফ ও তাঁর সহকারীরা ৷
advertisement
বন্দুকবাজকে থামাতে পাল্টা গুলি চালায় পুলিশও ৷ পুলিশের গুলিতে মৃত্যু হয় ঘাতক বন্দির ৷ প্রশাসন সূত্রে খবর, তাঁর নাম ল্যারি ডারনেল গর্ডন ৷ হেফাজত থেকে পালাতেই গুলি চালিয়েছিল সে ৷
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে মিছিলের সময় পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। গুলিতে মারা যান পাঁচ পুলিশ কর্মী। ছয় পুলিশকর্মী সহ আহত হন সাতজন।