TRENDING:

প্রকাশ্যে যৌন মিলনে রইল না আর কোনও আইনি বাধা

Last Updated:

এবার থেকে রাস্তায়, পার্কে কিংবা পাবলিক ভেহিকেলে যৌনতায় লিপ্ত প্রেমিক যুগলকে নিয়ে আর জানানো যাবে না আপত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #মেক্সিকো সিটি: প্রকাশ্যে শারীরিক সম্পর্ক আর থাকল না আইনি আপত্তি ৷ প্রকাশ্য যৌন মিলনকে স্বীকৃতি দিতে আমূল বদলে ফেলা হল আইন! এবার থেকে রাস্তায়, পার্কে কিংবা পাবলিক ভেহিকেলে যৌনতায় লিপ্ত প্রেমিক যুগলকে নিয়ে আর জানানো যাবে না আপত্তি ৷ কোনও প্রত্যক্ষদর্শী বা তৃতীয় ব্যক্তি এই নিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন না ৷ সম্প্রতি এই আইন পরিবর্তন ঘটেছে মেক্সিকোর গুয়াদালাজারা শহরে ৷ পুরনো আইনে বদল ঘটিয়ে চালু করা হল নয়া আইন ৷
advertisement

আরও পড়ুন 

ফের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পদ্ধতিতে বদল আনছে CBSE বোর্ড

রক্ষণশীল চিন্তাধারা থেকে মুক্ত মানসিকতার পথে হেঁটে এই আইনে বদল আনা হলেও, আইন পরিবর্তনের এটাই আসল কারণ নয় ৷ পুলিশ যাতে শহরে যৌন কেলেঙ্কারির দিকে নজর না দিয়ে অন্য অপরাধ নিয়ন্ত্রণে নজর দিতে পারে, তার জন্যই এই আইন পরিবর্তন ৷

advertisement

আরও পড়ুন 

LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম

এতদিন মেক্সিকোর এই শহরে লোকসমক্ষে যৌন সম্পর্কে লিপ্ত হওয়া বা প্রকাশ্যে শারীরিক ঘনিষ্ঠতা এতদিন ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হত ৷ প্রকাশ্যে যৌনতার অভিযোগ দায়ের হলে পুলিশের কাছে জরিমানা দিয়ে তবেই রেহাই পেতেন প্রেমিক যুগল ৷

advertisement

তবে শহরের অধিকাংশ মানুষ এই আইন পরিবর্তনকে সমর্থন করলেও বিরূপ মতও উঠে এসেছে ৷ রক্ষণশীল মানসিকতার মানুষদের বক্তব্য, এই আইন পরিবর্তন অপরাধ কমাবে না উল্টে বাড়াবে অপরাধ প্রবণতা ৷ প্রকাশ্যে যৌনতাকে স্বীকৃতি দিতে গিয়ে আসলে ধর্ষক ও কামুক মানুষদেরই উৎসাহিত করা হল বলে দাবি অনেক গুয়াদালাজারাবাসীর ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রকাশ্যে যৌন মিলনে রইল না আর কোনও আইনি বাধা