TRENDING:

দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ

Last Updated:

ঘটনার পরের মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় শহরের রাস্তা ধরে ছুটছেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের কাছে বোক্সবার্গ শহরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জনের মৃত্য়ু। আহত বহু। হতাহতের সংখ্য়া আরও বাড়ার আশঙ্কা।
বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি। Photo-Twitter
বিস্ফোরণের পরের মুহূর্তের ছবি। Photo-Twitter
advertisement

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্য়ম সূত্রে খবর, একটি আন্ডারপাস দিয়ে যাওয়ার সময় গ্য়াস ভর্তি একটি ট্য়াঙ্কার আটকে যায়। এর পরেই সেই ট্য়াঙ্কারটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে নিকটবর্তী একটি হাসপাতালেও আগুন ধরে যায়।

আরও পড়ুন: প্যারিসে ফের বন্দুকবাজের হামলা! ঘটনাস্থলেই তিন জনের মৃত্য়ু, আহত আরও ৩

advertisement

ঘটনার পরের মুহূর্তের ভিডিওতে দেখা গিয়েছে, অগ্নিদগ্ধ অবস্থায় শহরের রাস্তা ধরে ছুটছেন অনেকেই। জানা গিয়েছে, ট্য়াঙ্কারটিতে বিস্ফোরণের সময় আশেপাশে থাকা গাড়িগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ওই সমস্ত গাড়িতে থাকা যাত্রীদের অনেকেরই মৃত্য়ু হয়েছে। বাকিরা অগ্নিদগ্ধ হন।

আরও পড়ুন: বিশ্বকাপ শেষ; কী হবে ভারত, বাংলাদেশ থেকে আসা কর্মীদের? আশঙ্কার প্রহর গুনছেন তাঁরা

advertisement

বিস্ফোরণের পর ট্য়াঙ্কারটিতে আগুন ধরে যায়। কয়েক মুহূর্তের মধ্য়ে যা ভয়াবহ আকার ধারণ করে। ভিডিওতে দেখা গিয়েছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। পরিস্থিতির মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ এবং উদ্ধারকারী দল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে রাস্তাতেও দেহাংশ ছড়িয়ে পড়ে। যদিও ক্ষতিগ্রস্ত হাসপাতালটির ভিতরে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল