বিস্ফোরণের পড়ে বহু বাড়ির ছাদ এবং জানলা দরজা ভেঙে পড়ে। এমনকি বাড়ি থেকে জানলা দরজা ভেঙে কয়েক মাইল দূরের রাস্তাতেও এসে পড়ে। বেইরুটের বাসিন্দারা সন্ধের সময় বন্দর এলাকায় কুন্ডলী পাকানো ধোঁয়া দেখতে পান। এবং খুব জোড়ে শব্দ হয় এলাকায়। এর পরই জানা যায় বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কতজন মানুষ এখনও পর্যন্ত আহত হয়েছেন তার সঠিক খবর পাওয়া যায়নি। বাড়ি ঘরেরই বা কতটা ক্ষতি হয়েছে তাও সঠিক জানা যায়নি। এবং কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে। আহতদের উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। অনুমান করা হচ্ছে ১০০-র বেশি মানুষ মারা যেতে পারে এই দূর্ঘটনায় ! বন্দর এলাকায় ঠিক কি কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
advertisement