TRENDING:

সবজি কিনতে বাজারে গিয়ে কোটিপতি হয়ে ফিরলেন মহিলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আমেরিকা: সকালবেলা থলে হাতে বাজার! মধ্যবিত্তদের চেনা রুটিন! সেই রুটিনেই, বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা! গন্তব্য বাজার! সবজি কিনতে হবে! কিন্তু তারপর যা হল...!
advertisement

মনে হবে কোনও সিনেমার চিত্রনাট্য, কিন্তু বাস্তবেই আমেরিকার মেরিল্যান্ডের বাসিন্দা ভেনেসা ওয়ার্ড রোজকারমতো বাজার তো করতে গেলেন, কিন্তু ফিরলেন পকেটে ২ লক্ষ ২৫ হাজার ডলার নিয়ে!

মার্কিন সংবাদমাধ্যমে ভেসেসা জানিয়েছেন, তিনি মেরিল্যান্ডের টেম্পল হিলসের বাড়ি থেকে বেরিয়ে গ্রুভটনের গ্রসারি স্টোরে যান বাঁধাকপি কিনতে। তখনই হঠাৎ মাথায় আসে লটারি কেনার কথা! একবার নিজের ভাগ্য যাচাই করতে চাইছিলেন! সেই তাগিদ থেকেই, সব্জি কেনার পর লটারি-র একটা ‘উইন আ স্পিন’ স্ক্র্যাচ করা টিকিট কিনে বাড়ি ফিরে আসেন।

advertisement

‘উইন আ স্পিন’ টিকিটটি সাধারণ লটারির টিকিটের মতো নয়। লটারি জিতেছেন কি না জানতে ক্রেতাকে টিকিটটা স্ক্র্যাচ করে দেখতে হয়। এর পর ঘোরাতে হয় একটি চাকা। চাকাটি যে পুরস্কারের অর্থমূল্যে গিয়ে থামবে, সেই টাকাই জেতেন ক্রেতা।

বাড়ি ফিরে ওই লটারির টিকিট স্ক্র্যাচ করতেই ভেনেসার থরহরি কম্প! তিনি জিতে গিয়েছেন লটারির সর্বোচ্চ পুরস্কার। দেরি না করে সঙ্গে সঙ্গে ভার্জিনিয়া ছোটেন লটারি-র অফিসে। সেখানে গিয়ে ঘোরালেন চাকা যা গিয়ে থামে ২ লক্ষ ২৫ হাজার ডলারে যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৫৮ লক্ষ ৯৪ হাজার টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন-স্নান করার ভিডিও তুলে ছড়িয়ে দিলেন অভিজাত হোটেলের কর্মচারী, উঠল ক্ষতিপূরণের দাবি

বাংলা খবর/ খবর/বিদেশ/
সবজি কিনতে বাজারে গিয়ে কোটিপতি হয়ে ফিরলেন মহিলা