সাইমন জানিয়েছেন বুধবার কাজ থেকে বাড়ি ফেরার পর তার শরীর খারার লাগছিল না ৷ লিয়েন্ড্রা তার দিকে কোনও নজর না দিয়ে ঘ্যানঘ্যান করতে থাকেন ৷ ঝগড়া করতে শুরু করেন ৷ সহ্য করতে না পেরে স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ফেলেন ওই সাইটে ৷
ফেসবুকে ১ লক্ষ টাকায় স্ত্রীকে বিক্রির বিজ্ঞাপন !
advertisement
পোশায় টেলিকম ইঞ্জিনিয়র সাইমন বিজ্ঞাপনে স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইউজড ওয়াইফ’ ৷ সঙ্গে এটাও লেখেন যে তাকে কিনলে কী কী ভালো আর কী খারাপ হতে পারে ৷ পোস্টে তিনি লিয়েন্ড্রার গুণের কথাও উল্লেখ করেন’ ৷ তবে সঙ্গে একটি শর্ত দেন যে একবার কেনা হয়ে গেলে ফেরত দেওয়া যাবে না ৷
মাত্র দু’দিনের মধ্যে লিয়েন্ড্রাকে কিনতে চেয়ে তার কাছে বহু লোক যোগাযোগ করতে চান ৷ এমনকি ৫৬,৮৮০ পাইন্ড পর্যন্ত দিতে রাজি হয় ৷
পরে তার স্ত্রী এই বিষয়টি জানতে পেরে রেগে যান ৷ তিনি জানিয়েছেন, ‘আমি চেয়েছিলাম ওকে মেরে ফেলতে। কাজের জায়গায় এটা জানাজানি হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শুধু যে আমায় বিক্রি করতে চেয়েছে তাই নয়, সঙ্গে আমার যে ছবিটা দিয়েছে বিজ্ঞাপনে, সেটাও একটা জঘন্য ছবি।’
ইবে সংস্থা বিজ্ঞাপনটি নজরে আসার পরে ডিলিট করে দেন তাঁদের সাইট থেকে।