TRENDING:

Mummification of Shark: বাবার সামনে টেনে নিয়ে যায় ছেলেকে, লোহিত সাগরের সেই ভয়ঙ্কর নরখাদক হাঙরের মমি তৈরি হবে মিশরে

Last Updated:

Mummification of Shark: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পর্যটকভর্তি সৈকতে হাঙরের আক্রমণে নিহত হন ভ্লাদিমির৷ ইন্টারনেটে ভাইরাল হয় সেই মর্মান্তিক ভিডিও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কয়েক হাজার বছর পিছিয়ে ফের মমির পথে হাঁটছে মিশর৷ এ বার মমি করা হবে নরঘাতক হাঙরের দেহ৷ মিশরের জাদুঘরের বিশেষজ্ঞরা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন৷ প্রসঙ্গত কিছু দিন আগেই শিরোনামে এসেছিল জলচর হিংস্র প্রাণীটি৷ তার আক্রমণে লোহিত সাগরের তীরে হুরঘদা রিসর্টে প্রাণ হারান ভ্লাদিমির পোপোভ৷ ২৩ বছর বয়সি এই রুশ যুবক তাঁর বাবার সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পর্যটকভর্তি সৈকতে হাঙরের আক্রমণে নিহত হন ভ্লাদিমির৷ ইন্টারনেটে ভাইরাল হয় সেই মর্মান্তিক ভিডিও৷ সেখানে দেখা গিয়েছে, হাঙরের করালগ্রাসে ছটফট করছেন অসহায় তরুণ৷ শোনা গিয়েছে তাঁর আর্ত চিৎকার, ‘‘বাবা আমাকে বাঁচাও’’৷ দেখা যায়, হাত পা ছুড়তে থাকা ভ্লাদিমিরকে টেনে নিয়ে লোহিত সাগরের গভীরে চলে গেল ঘাতক হাঙরটি৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পরে অবশ্য হাঙরটিকে ধরা সম্ভব হয়৷ সৈকতের পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নির্মম আক্রমণে প্রাণ হারায় সামুদ্রিক প্রাণীটি৷ ভাইরাল হয়ে যায় সেই ভিডিও-ও৷ সমুদ্র সৈকতে পর্যটকদের আঘাতে শোচনীয় মৃত্যু হয় হিংস্র হাঙরের৷ প্রাণীটির পেট থেকে নিহত যুবকের দেহাংশ পাওয়া গিয়েছে৷ আরও কিছু দেহাংশ গভীর সমুদ্র থেকে উদ্ধার করেছেন মৎস্যজীবীরা৷

advertisement

ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এবং রেড সি রিজার্ভস-এর বিশেষজ্ঞরা মমি করার আগে গুরুত্বপূর্ণ এমবামিং প্রক্রিয়া শুরু করেছেন৷ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হলে হাঙরের মমি সাজানো থাকবে সংস্থার মিউজিয়মে৷ হাঙরটি কেন হঠাৎ আক্রমণ করল, সেটাও খতিয়ে দেখতে চান বিশেষজ্ঞরা৷ আগের কোনও দুর্ঘটনায় প্রাণীটি আহত ছিল কিনা, পরীক্ষা করে দেখা হবে সেটিও৷

advertisement

নিহত যুবকের বাবা য়ুরি জানান তাঁরা ছুটি কাটাতে সৈকতে এসেছিলেন৷ এই রাশিয়ান নাগরিকের কথায় ‘‘২০ সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ ঘটনাটি ঘটে যায়৷ ভ্লাদিমিরকে টেনে নিয়ে গভীর সমুদ্রে চলে যায়৷ নিরাপদ বলে পরিচিত এই সৈকতে এই ঘটনা ঘটতে পারে, আমরা ভাবতেও পারিনি৷ জাহাজ, বিলাসতরীতে সাজানো এই সৈকতে এর আগে কোনওদিন এরকম ঘটনা ঘটেনি৷’’ আক্ষেপ পুত্রহারা য়ুরির৷ তাঁর কথায় ‘‘বন্য সৈকতেই এই ধরনের ঘটনা ঘটে৷ এটা আমাদের দুর্ভাগ্য৷’’

advertisement

নিহত ভ্লাদিমিরের শেষকৃত্য রাশিয়াতেই সম্পন্ন করবেন য়ুরি৷ জন্মভূমিতেই নিয়ে যাবেন ছেলের অস্থি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Mummification of Shark: বাবার সামনে টেনে নিয়ে যায় ছেলেকে, লোহিত সাগরের সেই ভয়ঙ্কর নরখাদক হাঙরের মমি তৈরি হবে মিশরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল