ঘটনাটি ঘটেছে চিনের ঝুউজি প্রদেশ৷ স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বয়স ৪০ এবং এখন তিনি বিপদমুক্ত৷ তবে যখন তিনি হাসপাতালে পৌঁছন, তখন তাঁর পেটে মারাত্মক ব্যথা করছিল৷ তলপেটে এতটাই যন্ত্রণা করছিল যে, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না৷ কিন্তু বাইরে থেকে দেখে বোঝাও যাচ্ছিল না কী হয়েছে৷
হাসপাতালের ইউরোলজি বিভাগের ডেপুটি চিফ ফিজিশিয়ান জানাচ্ছেন, ওই ব্যক্তি এমন ভাবে শুয়ে ছিলেন যে, তার মূত্রনালীর ওপর চাপ পড়ছিল৷ তাই জলীয় পদার্থ সব জমা হচ্ছিল মূত্রথলিতে৷ নেশায় ছিলেন, তাই ওঠেননি প্রস্রাব করতে৷ ফলে চাপ বেড়েছে৷ এবং একসময় চাপ সহ্য করতে না পেরে, মূত্রথলিটিও ফেটে গিয়েছে৷
advertisement
মূত্রথলি ফেটেছে৷ যা মূত্রনালীরও ক্ষতি করেছে৷ এর জন্য স্বাভাবিক নিয়মে প্রস্রাব হচ্ছে না৷ CT (scan) স্ক্যান করে পরীক্ষার পর বিষয়টি বোঝা যায়৷ তবে অস্ত্রোপচারের পর সব ঠিক হয়ে যাবে বলে আশা৷ মানুষের মূত্রথলিতে ৫০০ মিলিলিটারের মতো তরল ধারণের ক্ষমতা রয়েছে৷ কিন্তু তার থেকে বেশি হলেই সমস্যা তৈরি হয়৷