TRENDING:

Murder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে

Last Updated:

Man Chops Wife's Body: স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্ত্রীকে খুন করে ২০০ টিরও বেশি খণ্ড করেন যুবক৷ স্ত্রীর দেহের টুকরো রান্নাঘরে সংরক্ষণ করে রাখে ওই ব্যক্তি৷ পরে এক বন্ধুর সাহায্যে ফেলেও দেয়৷ মর্মান্তিক এই খুনের ঘটনা সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে৷
স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
advertisement

জানা গিয়েছে, স্ত্রীকে হত্যা করার পরে, মেটসন গুগলে সার্চ করেন, ‘‘আমার স্ত্রী মারা গেলে আমি কী সুবিধা পাব?’’৷ “মৃত্যুর পরে কেউ কি আমাকে হন্ট করতে পারে”,এ কথাও গুগলে সার্চ করেন মেটসন৷

আরও পড়ুন: আগে গ্যারান্টি দাও, দেশ বেচবে না!’, মোদিকে নিশানা করে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

advertisement

ইউনাইটেড কিংডমের অধিবাসী ২৮ বছরের নিকোলাস মেটসনের বিরুদ্ধে তাঁর স্ত্রীকে খুনের অভিযোগ ছিল৷ গত শুক্রবার তিনি ২৮-এর নিজেই খুনের কথা স্বীকারও করে নেন৷ খুনের এই ঘটনাটি ঘটেছে গতবছর মার্চে৷ আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী খুনের কারণ হিসেবেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷

মেটসন তাঁর বন্ধু জোসুয়া হ্যানকককে পঞ্চাশ পাউন্ড দিয়ে স্ত্রীর দেহের টুকরো ফেলে দিতে বলেন৷ জানা গিয়েছে, দম্পতির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েই প্রথম সন্দেহ হয় বাড়ির অবস্থা দেখে৷ পুলিশ সদস্যরা ফ্ল্যাটটিতে অ্যামোনিয়া এবং ব্লিচের তীব্র গন্ধ পেয়েছিলেন। তারা বাথটাবে রক্তে ভেজা চাদর এবং মেঝেতে কালো দাগও খুঁজে পাওয়া যায়৷ পরে মৃতার সঙ্গে মিলে যায় সেই রক্তের নমুনা৷ কিন্তু কেন নিজের স্ত্রীকে খুন করে ২৮-এর তরুন?

advertisement

মর্মান্তিক খুনের কারণ হিসেবে উঠে এসেছে গার্হস্থ্য হিংসার তথ্য৷ জানা গিয়েছে, স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন মেটসন৷ তার হাতে একটি কামড়ের চিহ্ণও পাওয়া গিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Murder: স্ত্রীকে খুন করে ২০০টা টুকরো..তারপরেই গুগলে সার্চ! জানেন কী নিয়ে..গায়ে কাঁটা দেবে এই বীভৎস হত্যাকাণ্ডের পুরো ঘটনা শুনলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল