TRENDING:

Love Story: বাবার ২,৪৮৪ কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে প্রেমিককে বিয়ে ধনকুবের শিল্পপতির মেয়ের

Last Updated:

Love Story: সামাজিক মাধ্যমে এখন ভাইরাল অ্যাঞ্জেলিন ফ্রান্সিসের প্রেমকাহিনি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রেমের জন্য আকাশছোঁয়া সম্পত্তি ফু‍ৎকারে অস্বীকার করতেও দ্বিধাহীন মালয়েশিয়ার তরুণী৷ সামাজিক মাধ্যমে এখন ভাইরাল অ্যাঞ্জেলিন ফ্রান্সিসের প্রেমকাহিনি৷ মালয়েশিয়ার ধনীতম পরিবারগুলির অন্যতম অ্যাঞ্জেলিনের পরিবার৷ তাঁর বাবা খু কায় পেং ধনকুবের শিল্পপতি৷ তিনি মেয়ের সামনে অপশন দিয়েছিলেন৷ হয়, তাঁকে ৩০০ মিলিয়ন বা ২,৪৮৪ কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী হতে হবে৷ নয়তো বেছে নিতে হবে প্রেমিকের সঙ্গে জীবন৷ অ্যাঞ্জেলিনা রাজি হয়েছেন দ্বিতীয় পছন্দে৷
অ্যাঞ্জেলিনা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন
অ্যাঞ্জেলিনা নিজের সিদ্ধান্তে অটল ছিলেন
advertisement

যাঁর জন্য এহেন পার্থিব ত্যাগ, অ্যাঞ্জেলিনার সেই প্রেমিকের নাম জেদিদিয়াহ ফ্রান্সিস৷ দু’জনের আলাপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে৷ তাঁদের পরিবারের অর্থনৈতিক পরিস্থিতির আকাশপাতাল পার্থক্য বাধা হয়ে দাঁড়ায়নি প্রেমের পথে৷ কিন্তু অ্যাঞ্জেলিনার বাবা মেয়ের এই সম্পর্ক মেনে নিতে পারেননি৷ তিনি প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেন৷ কিন্তু অ্যাঞ্জেলিনাও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

প্রেমের স্বার্থে, প্রেমিককে বিয়ে করে জীবন কাটাতে এই তরুণী বাবার সম্পত্তি থেকে নিজেকে ছিন্ন করেন৷ কিন্তু বাবা মায়ের প্রতি কোনও বিরূপতা পুষে রাখেননি মনে৷ বাবা মায়ের বিবাহবিচ্ছেদের সময় আদালতে গিয়ে সাক্ষ্য দেন অ্যাঞ্জেলিনা৷ বলেন, তাঁর বাবার দৌলতে শৈশবে কোনওদিন অর্থাভাব অনুভব করতে হয়নি তাঁকে৷ মা হাল ধরে ছিলেন সংসারের৷ তাঁর প্রেম-আখ্যান এখন চর্চিত সমাজমাধ্যমে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Love Story: বাবার ২,৪৮৪ কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে প্রেমিককে বিয়ে ধনকুবের শিল্পপতির মেয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল