TRENDING:

কোন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই বিছানায় যায়? র‌্যাঙ্কিং করে বিপাকে 'Spa!'

Last Updated:

বছরশেষে gyaranomi বা ড্রিঙ্কিং পার্টির হদিশ দেয় ম্যাগাজিনটি৷ সেই পার্টিতে যোগ দেওয়ার জন্য মহিলাদের টাকা দিতে হয়৷ এবং পার্টি শেষে যৌনতা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#টোকিও: ট্যাবলয়েডটির নাম 'Spa!'৷ জাপানে বেশ চাহিদা রয়েছে এই ট্যাবলয়েড ম্যাগাজিনের৷ কিন্তু ২৫ ডিসেম্বরের এডিশনে দুনিয়া জুড়ে বিতর্কের কেন্দ্র চলে আসে ম্যাগাজিনটি৷ অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, শেষমেশ ক্ষমা চাইতে হল ট্যাবলয়েড ম্যাগাজিনটিকে৷
advertisement

বছরশেষে gyaranomi বা ড্রিঙ্কিং পার্টির হদিশ দেয় ম্যাগাজিনটি৷ সেই পার্টিতে যোগ দেওয়ার জন্য মহিলাদের টাকা দিতে হয়৷ এবং পার্টি শেষে যৌনতা৷ ম্যাগাজিনে দাবি করা হয়, এই পার্টি মহিলাদের কলেজগুলিতে বেশ জনপ্রিয়৷ এবং একজন অ্যাপ ডেভেলপারের সাক্ষাত্‍‌কার নেওয়া হয়, এই পার্টির জন্য একটি অ্যাপ তৈরি নিয়ে৷

এরপরই জাপানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তালিকা দেয় এবং দাবি করা হয়, এই সব বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই যৌনতার প্রস্তাবে রাজি হয়ে যায়৷ এই তালিকায় একটি প্রথমসারির মেডিক্যাল ইউনিভার্সিটিও রয়েছে৷ ম্যাগাজিন কর্তৃপক্ষের দাবি, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘুরে মহিলাদের সাক্ষাত্‍‌কার নিয়েই প্রতিবেদনটি ছাপিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপরই সোশ্যাল মিডিয়ায় 'Spa!'-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ change.org-তে পিটিশনে বলা হয়, মহিলাদের প্রতি বৈষম্যমূলক প্রতিবেদন, একই সঙ্গে যৌন হেনস্থামূলকও৷ তীব্র প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত ক্ষমা চেয়েছে ম্যাগাজিনটি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
কোন বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সহজেই বিছানায় যায়? র‌্যাঙ্কিং করে বিপাকে 'Spa!'