TRENDING:

বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন, বিশ্বের অন্য প্রভাবশালী নেত্রীদের কথাও জানুন

Last Updated:

বিশ্বে অর্ধেক শক্তি নারী। সমাজের সব ক্ষেত্রেই তাঁদের অবদান রয়েছে। রাজনীতি থেকে শিক্ষা, অর্থনীতি থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই যথেষ্ট ভূমিকা রয়েছে মহিলাদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ তাঁরাই নেত্রী। তাঁদের চালনাতেই চলছে একাধিক দেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিশ্বে অর্ধেক শক্তি নারী। সমাজের সব ক্ষেত্রেই তাঁদের অবদান রয়েছে। রাজনীতি থেকে শিক্ষা, অর্থনীতি থেকে স্বাস্থ্য, সব ক্ষেত্রেই যথেষ্ট ভূমিকা রয়েছে মহিলাদের। বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ তাঁরাই নেত্রী। তাঁদের চালনাতেই চলছে একাধিক দেশ।
advertisement

বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আর্জেন্টিনার ইসাবেল পেরন। প্রথমে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পান। তারপর ১৯৭৪ সালের ১ জুলাই আর্জেন্টিনার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন তিনি। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। ১৯৬০ সালে ক্ষমতায় আসীন হন তিনি। তার পর থেকে বিশ্বের একাধিক দেশের নেতৃত্ব দিয়েছেন মহিলারা। বর্তমানেও বেশ কয়েকটি দেশ চলে তাঁদেরই নেতৃত্বে।

advertisement

আজ এক দিকে যখন এক নারী বাজেট পেশ করলেন সংসদে, তখন অন্য দিকে, কিছু দিন আগে এক মহিলা নিজের দেশের ক্ষমতায় আসীন হলেন। ২৬ জানুয়ারি এস্টোনিয়ার প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেন কাজা কালাস (Kaja Kallas)।ঠিক তার আগে ২০২০-র ডিসেম্বরে আরেক দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে আসেন আরেক মহিলা। মায়য়া সাঁধু (Maia Sandhu)। ২৪ ডিসেম্বর মলডোভার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন তিনি।

advertisement

এর ঠিক এক মাস আগে, ২৫ নভেম্বর ২০২০, লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেন ইংগ্রিডা সিমোনাইট (Ingrida Simonyte)।ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টির নেত্রী অং সান সু চি (Aung San Suu Kyi) মায়ানমারের দায়িত্বে আসেন ২০১৬ সালে।ফিনল্যান্ডের নেতৃত্বেও রয়েছেন একজন মহিলা। সানা মারিন (Sanna Marin), ফিনল্যান্ডের প্রধান মন্ত্রী পদে দায়িত্ব নেন ২০১৯-এর ডিসেম্বরে।

advertisement

জাকিন্ডা আর্ডেন (Jacinda Arden)। করোনা পরিস্থিতিতে অনেকের কাছেই প্রশংসিত হন তিনি। দেশে করোনা নিয়ন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন। তিনি নিউজিল্যান্ডের প্রধান মন্ত্রী পদে দায়িত্ব নেন ২০১৭ সালে। তালিকায় রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হাসিনা প্রধান মন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেন ২০০৯ সালে। বাংলাদেশে তিনিই প্রথম, যিনি একসঙ্গে এত বছর ক্ষমতায় আছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর পরই রয়েছেন জার্মানির চান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel)। বহু বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত তিনি এবং একাধিক প্রশাসনিক পদে এর আগে কাজ করেছেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন, বিশ্বের অন্য প্রভাবশালী নেত্রীদের কথাও জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল