লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির বাড়িতে দুই সন্তান এবং স্ত্রী থাকেন। তিনি জানিয়েছেন, বাড়িতে ৩১ হাজার টাকা বিদ্যুতের বিল এসেছিল। টানাটানির সংসারে এই বিল মেটানো কার্যত অসম্ভব। তাই ইলেকট্রিক বিল থেকে রক্ষা পেতেই এখন এই উপায় খুঁজে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মনে হচ্ছে আমরা ১৮ শতকে বসবাস করছি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন আমি আমার সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দিইনি। বাকিদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের বাকি সদস্যরাও এতে আমার সঙ্গে সহমত হয়েছে।
advertisement
আরও পড়ুন, জাপানি সামুরাইয়ের তরোয়ালে রক্তাক্ত জার্মান মেশিনারি! বিশ্বকাপে আবার অঘটন
ওই ব্যক্তির পরিবারের বাকিরা জানিয়েছেন, দিনের বেলায় আলোর প্রয়োজন হয় না। তাঁরা যেখানে থাকেন, সেটা খুবই শীতলতম জায়গা। তাই সপ্তাহে মাত্র একবারই হিটার ব্যবহার করেন। মোমবাতির আলোতেই বেশি কাজ করেন তাঁরা। এমনকী তাঁরা দাবি করেছেন এতে কোনও সমস্যাও হয় না তাঁদের।
আরও পড়ুন, বিরাট খবর! নির্বাচন কমিশনার নিয়োগের ফাইল চাইল সুপ্রিম কোর্ট, খতিয়ে দেখা হবে পদ্ধতি
তাঁরা জানিয়েছেন, আগে ইলেকট্রিক বিল এতো আসত না। কিন্তু সম্প্রতি ইলেকট্রিক বিল প্রচুর আসছে। জুন মাসের পরে প্রায় দ্বিগুণ হারে ইলেকট্রিক বিল আসছে। ফলে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।