TRENDING:

Lebanon pager blast: লেবানন জুড়ে রহস্যময় পেজার বিস্ফোরণ, আহত হাজার হাজার মানুষ, মৃত ৮! নেপথ্যে ইজরায়েল?

Last Updated:

এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর বয়সি শিশুকন্যারও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পর পর ফাটতে শুরু করল সাধারণ মানুষের কাছে থাকা একের পর এক পেজার হ্যান্ডসেটে৷ যার জেরে আহত হলেন ২৭০০-র বেশি মানুষ৷ মৃত্যু হল অন্তত ৮ জনের৷ মঙ্গলবার এমনই রহস্যময় পেজার বিস্ফোরণের সাক্ষী থাকল গোটা লেবানন এবং সিরিয়ার একাংশ৷
লেবানন জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ ছবি- এএফপি
লেবানন জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট৷ ছবি- এএফপি
advertisement

এই বিস্ফোরণে মৃতদের মধ্যে রয়েছেন হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর শীর্ষ নেতার এক ছেলে৷ এক হিজবুল্লা সদস্যের ১০ বছর বয়সি শিশুকন্যারও মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে৷ আহত হয়েছেন হিজবুল্লার আরও বহু সদস্য৷ ইরানের একটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, লেবাননে ইরানের রাষ্ট্রদূতও এই বিস্ফোরণে আহত হয়েছেন৷

প্রাথমিক ভাবে লেবাননের সংবাদমাধ্যমগুলি দাবি করছে, এই পেজার হ্যান্ডসেটগুলি সম্ভবত ইজরায়েলি গুপ্তচর সংস্থার পক্ষ থেকে হ্যাক করা হয়েছিল৷ যার ফলে পেজারগুলির ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গিয়েই পর পর বিস্ফোরণ ঘটেছে৷

advertisement

রহস্যজনক এই পেজার বিস্ফোরণের বিভিন্ন ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় মেঝেতে, রাস্তায় পড়ে কাতরাচ্ছেন মানুষ৷ একটি ভিডিওতে দেখা যাচ্ছে, আচমকাই একটি শপিং মলের মধ্যে কেনাকাটার সময় এক ব্যক্তির হাতে থাকা পেজারে বিস্ফোরণ ঘটছে৷ সঙ্গে সঙ্গে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মানুষ৷

জানা গিয়েছে, মঙ্গলবার লেবাননের স্থানীয় সময় বিকেল ৩.৪৫ মিনিট নাগাদ এই ধারাবাহিক পেজার বিস্ফোরণ শুরু হয়৷ এর পর টানা প্রায় এক ঘণ্টা ধরে একের পর এক পেজার বিস্ফোরণ ঘটতে থাকে৷ তবে কীভাবে দূরনিয়ন্ত্রিত প্রযুক্তিতে এই পেজার বিস্ফোরণ ঘটানো হল, তা এখনও স্পষ্ট নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

ধারাবাহিক এই পেজার বিস্ফোরণের পরই লেবানন জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ হিজবুল্লার এক শীর্ষ কর্তাও স্বীকার করে নিয়েছেন, এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁককেই প্রকট করে দিয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Lebanon pager blast: লেবানন জুড়ে রহস্যময় পেজার বিস্ফোরণ, আহত হাজার হাজার মানুষ, মৃত ৮! নেপথ্যে ইজরায়েল?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল