TRENDING:

লাস ভেগাস গণহত্যায় চাঞ্চল্যকর তথ্য, ঘাতক স্টিফেন প্যাডকের বাড়ি থেকে কি পাওয়া গেল জানেন?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাস ভেগাস: লাস ভেগাস গণহত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেমি অটোমেটিক রাইফেলকে স্বয়ংক্রিয় রাইফেলে পরিণত করে হামলা চালান হয়। যার ফলে বেড়েছে হতাহতের সংখ্যা। ম্যান্ডলে বে হোটেল ও স্টিফেন প্যাডকের বাড়ি থেকে মোট ৪২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়াও প্রচুর বিস্ফোরক ও গুলিও উদ্ধার করেছে পুলিশ। ভেগাসের ঘটনায় ফের একবার আমেরিকার বন্দুক আইন নিয়ে প্রশ্ন উঠে গেল।
advertisement

কনসার্ট চলাকালীন হামলা। আমেরিকার প্রমোদ রাজধানীতে লোন উল্ফ কায়দায় হামলায় নিহত উনষাট জন। আহত পাঁচ শতাধিক মানুষ। কিন্তু কেন এই হামলা চালালেন প্রাক্তন এফবিআই কর্মী স্টিফেন প্যাডক? তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কয়েকদিন ধরেই যে সে হামলার পরিকল্পনা করছিল তা স্পষ্ট হয়েছে তদন্তে।

- হোটেলে প্যাডকের ঘর থেকে উদ্ধার ২৩টি বন্দুক

advertisement

- প্যাডকের মেসকুইটের বাড়ি থেকে উদ্ধার ১৯টি আগ্নেয়াস্ত্র

- উদ্ধার হয়েছে বিস্ফোরক ও প্রচুর গুলি

- আততায়ীর গাড়ি থেকে উদ্ধার প্রচুর অ্যামেনিয়াম নাইট্রেট

প্যাডক কোথা থেকে এতগুলি বন্দুক জোগাড় করল? আর এখানেই মার্কিন মুলুকের আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নীতি নিয়ে প্রশ্ন উঠছে।

- এফবিআই-এর প্রাক্তন কর্মচারি ছিলেন স্টিফেন প্যাডক

- সেই প্রভাব খাটিয়েই কি এতগুলি বন্দুক জোগাড় করেছিল স্টিফেন?

advertisement

শুধু তাই নয়, ভেগাস গণহত্যার তদন্তে চাঞ্চল্য তথ্য হাতে এসেছে পুলিশের।

সাধারণের কাছে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকা নিষিদ্ধ মার্কিন মুলুকে ৷ কিন্তু আইনের ফাঁক গলে কিছু মার্কিন অস্ত্রপ্রস্তুতকারক সংস্থা নয়া পদ্ধতির আবিস্কার করেছে। যার পোশাকি নাম বাম্প স্টক।

 কী এই বাম্প স্টক

- সেমি অটোমেটিক রাইফেলের প্রযুক্তি বদলান হয়

advertisement

- বিশেষ এক ধরনের যন্ত্রাংশ লাগান হয়

- এর ফলে বন্দুকটি স্বয়ংক্রিয় হয়ে যায়

- এই ধরনের রাইফেল মিনিটে ৬ থেকে ১৩টি গুলি ছুঁড়তে পারে

প্যাডকের হোটেলের ঘর থেকে এরকম দুটি বাম্প স্টক উদ্ধার হয়েছে। প্রযুক্তি বদলানো বন্দুকদুটি ট্রাইপডের উপর রাখা ছিল। সঙ্গে যুক্ত ছিল ল্যাপটপ। ভাইয়ের কীর্তিতে হতবাক এরিক প্যাডক। স্পিফেনের কাছে কিভাবে স্বয়ংক্রিয় বন্দুক এল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনিও।

advertisement

মার্কিন বন্দুক নীতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। শেষ ২৭৩ দিনে মার্কিন মুলুকে ২৭৫ বার শ্যুটআউট হয়েছে। তারপরও বন্দুর নীতি নিয়ে উদাসীন হোয়াইট হাউস।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রাক্তন এফবিআই কর্মী প্যাডকের বাবাও একজন কুখ্যাত আততায়ী। এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম ছিল।

বাংলা খবর/ খবর/বিদেশ/
লাস ভেগাস গণহত্যায় চাঞ্চল্যকর তথ্য, ঘাতক স্টিফেন প্যাডকের বাড়ি থেকে কি পাওয়া গেল জানেন?