TRENDING:

Lady serial killer: টাকা ধার নিয়েই ক্যাপসুল দিত যুবতী, খেলেই নিমেষে মৃত্যু! শিকার ১৪ জন, ছাড় পায়নি বন্ধুও

Last Updated:

এই ১৪টি হত্যাকাণ্ডের মধ্যে নিজের বন্ধুকে সায়ানায়েড বিষ দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দিল থাইল্যান্ডের আদালত৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাঙ্কক: থাইল্যান্ডের অন্যতম কুখ্যাত সিরিয়াল কিলার সে৷ নিজের বন্ধুকেও সায়ানায়েড বিষ দিয়ে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সবমিলিয়ে ১৪ জনকে খুনের অভিযোগ ছিল ৩৬ বছরের যুবতী সরারত রঙ্গিসউথাপর্নের বিরুদ্ধে৷
থাইল্যান্ডের মহিলা সিরিয়াল কিলারকে প্রাণদণ্ডের নির্দেশ৷
থাইল্যান্ডের মহিলা সিরিয়াল কিলারকে প্রাণদণ্ডের নির্দেশ৷
advertisement

এই ১৪টি হত্যাকাণ্ডের মধ্যে নিজের বন্ধুকে সায়ানায়েড বিষ দিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দিল থাইল্যান্ডের আদালত৷ জানা গিয়েছে, ওই মহিলা অনলাইন জুয়া খেলায় আসক্ত৷ সায়ানায়েড বিষ প্রয়োগ করে একের পর এক খুন করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করাই ছিল ওই যুবতীর উদ্দেশ্য৷ থাইল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অনলাইনে জুয়া খেলার জন্য হাজার হাজার ডলার ধার করত ওই যুবতী৷ পরে সেই টাকা ফেরত না দেওয়ার জন্য বিষ প্রয়োগ করে ঋণদাতাদেরই খুন করত সে৷

advertisement

আরও পড়ুন: তবলার তালিম দিয়ে ফিরছিলেন, তারপরেই মিলল ক্ষতবিক্ষত দেহ! তাও ট্রেনের বাঙ্কে… শিউরে ওঠা ঘটনা

মঙ্গলবার নিজের বান্ধবীকে খুনের অভিযোগে এই যুবতীকে প্রাণদণ্ডের নির্দেশ দেয় ব্যাঙ্ককের একটি আদালত৷ ২০২২ সালে ব্যাঙ্ককের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানে নিজের ওই বান্ধবীর সঙ্গে দেখা করে এই সিরিয়াল কিলার৷ কিন্তু ওই অনুষ্ঠানের কিছুক্ষণ পরই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই তরুণী৷ পরে মৃতার শরীরে সায়ানায়েডের অস্তিত্বের প্রমাণ পায় পুলিশ৷

advertisement

এই ঘটনার তদন্তে নেমেই প্রথম সরারত নামে ওই খুনির খোঁজ পায় পুলিশ৷ তদন্তে উঠে আসে, ২০১৫ সাল থেকে একই ভাবে বিষ প্রয়োগ করে একের পর এক খুন করেছে সে৷ পুলিশ জানিয়েছে, সবমিলিয়ে থাইল্যান্ডের মুদ্রায় প্রায় ৩ লাখ ভাট ধার করে সে৷ যাঁদের থেকে সে টাকা ধার নিত, তাঁদের মধ্যে ১৫ জনকে হত্যার চেষ্টা করে সে৷ এঁদের মধ্যে একজনই প্রাণে বেঁচে যান৷ পুলিশ জানিয়েছে, টাকা ধার নেওয়ার পর হার্বাল ক্যাপসুল দেওয়ার নাম করে নিজের শিকারদের বিষ সায়ানায়েড বিষ দিত ওই যুবতী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একটি মামলায় প্রাণদণ্ডের নির্দেশ হলেও এখনও ওই সিরিয়াল কিলারের বিরুদ্ধে ১৩টি খুনের মামলা সহ প্রায় ৮০টি মামলা ঝুলে রয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Lady serial killer: টাকা ধার নিয়েই ক্যাপসুল দিত যুবতী, খেলেই নিমেষে মৃত্যু! শিকার ১৪ জন, ছাড় পায়নি বন্ধুও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল