advertisement
প্রায় একমাস মতো কিম রহস্যজনক ভাবে উধাও হয়ে যান৷ কয়েক দিন আগে দেখা যায়, তিনি একটি সার কারখানা উদ্বোধন করছেন৷ এপ্রিলের শুরুতে শেষবার দেখা গিয়েছিল কিমকে৷ তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়৷ এর পরে ২ মে কিমকে ফের দেখা যায় প্রকাশ্যে৷ বেশ ঝরঝরে লাগছিল৷
এরপরেও নেটিজেনরা বিশ্বাস করতে রাজি নন, ২ মে যাঁকে দেখা গেল, তিনি আসল কিম জং উন৷ কিম জং উনের সেদিনের ছবি ও পুরনো ছবি পোস্ট করেছেন একাধিক ট্যুইটার ইউজার৷ তাতে দেখা যাচ্ছে, ২ মে-তে দেখা কিম জং উনের সঙ্গে আগের কিম জং উনের মুখের বিশেষ মিল নেই৷
একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷ নিরাপত্তার স্বার্থে তাঁরা একই রকম দেখতে আরেকজন এগিয়ে দিতেন মাঝেমধ্যেই৷ বোঝার জো থাকত না৷
২ মে কিম জং উনের যে ছবি তাতে সবচেয়ে বেশি সন্দেহজনক দাঁত ও চোখ৷ আগের কিম জং উনের সঙ্গে যেন কোথাও একটা অমিল৷ হাসিতেও৷ ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য লুইস মেনস তো বলেই দিলেন, কয়েক বছর আগের কিম জং উনের যে ছবি দেখা গিয়েছে, তার সঙ্গে এই ছবির অনেক পার্থক্য৷