TRENDING:

সেক্স ডল স্ত্রীকে ডিভোর্স দিয়েই বডিবিল্ডার স্বামী মেতে উঠলেন আরও দুই পুতুলের সঙ্গে যৌথ সঙ্গমে

Last Updated:

কাজাখস্তানের বডি বিল্ডার য়ুরি তোলোচকো (Yurii Tolochko) এবার ঘোষণা করলেন, যে তিনি দু'টি পুতুলের সঙ্গে আনন্দের সঙ্গে থ্রিসাম করছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাজাখস্তান: বরাবর খবরের শিরোনামে এসেছেন এই কাজাখস্তানি বডিবিল্ডার। ইতিপূর্বে তিনি বিয়ে করেছেন একটি সেক্স ডল-কে। বিয়ের কিছুমাস পর নিজের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পরিকল্পনার পাশাপাশি তিনি নিজেই জানান, যে তিনি আরও একটি চিকেন টয়-এর (Chicken Toy) সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কাজাখস্তানের বডি বিল্ডার য়ুরি তোলোচকো (Yurii Tolochko) এবার ঘোষণা করলেন, যে তিনি দু'টি পুতুলের সঙ্গে আনন্দের সঙ্গে থ্রিসাম করছেন।
advertisement

গত বছর নভেম্বর মাসে সেক্স ডল মার্গো-কে (Margo) য়ুরি বিয়ে করেন। এই খবর সকলকে অবাক করার পাশাপশি নেটমাধ্যমে হইচই ফেলে দেয়। ২০১৯ সালের নভেম্বরে মার্গো-কে বিয়ে করার আগে পুতুলটির সঙ্গে আটমাস ধরে ডেটিং ও মাখোমাখো প্রেম চালান য়ুরি। মার্গোর সঙ্গে কখনও বাথটাবে, কখনও বা পিৎজা খাওয়ার সময়, আবার ব্যায়াম করার নানা মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন বডিবিল্ডার।

advertisement

শুধু এখানেই শেষ নয়। মার্গো-র প্লাস্টিক সার্জারিও করান য়ুরি। যদিও এই বিয়েটি দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, সেক্স ডল মার্গোর মধ্যে কিছু প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এবং পুতুলটি ভেঙে যায়। য়ুরি মার্গোকে নিয়ে প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেলিন, তা তিনি নেটিজেনদের বারে বারে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন মার্গোর সঙ্গে যৌন সম্পর্কে সম্পূর্ণ তৃপ্ত নন। তাই তিনি আরও অন্য জিনিসের মধ্যে যৌনসুখ খুঁজছিলেন। এর পর মার্গোর ত্রুটিগুলো যখন সারানো হচ্ছিল, সেই সময় স্ত্রী মার্গোর সঙ্গে তিনি ‘প্রতারণা’ করেন, এবং কাজাখস্তানি বডিবিল্ডার যৌনসুখ অন্বেষণ করেন একটি অদ্ভুত সিলভার অবজেক্টের মধ্যে। এর পর য়ুরি বিবেচনা করে দেখেন তার নিজস্ব চাহিদাটা ঠিক কী, এবং তিনি সিদ্ধান্ত নেন তাঁর বিবাহিত পুতুল মার্গোকে আনলোড করার পরিবর্তে তাঁর জীবনে অনেকগুলো সঙ্গী থাকুক। তিনি সংবাদমাধ্যমকে জানান যে এই বিষয়টাকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং তিনি অনেক সেক্স ডলের সঙ্গে দেখা করতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

গত বছর তিনি মস্কোতে যান আরও একটি সেক্স ডলের সঙ্গে দেখা করতে যার সঙ্গে পরিচয় হয়েছিল ইন্টারনেটে, কিন্তু সে দেশের বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে য়ুরিকে বেরোতেই দেয়নি কোয়ারেন্টাইনের জন্য। আপাতত বডিবিল্ডারের থ্রিসাম স্টেটাসের এই খবর সাড়া তো ফেলেছেই বিশ্বে, পাশাপাশি বলাই বাহুল্য য়ুরির রোমান্টিক জীবনে সেক্স ডলের চাহিদার একটা নতুন অধ্যায়েরও সূচনা হতে চলেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সেক্স ডল স্ত্রীকে ডিভোর্স দিয়েই বডিবিল্ডার স্বামী মেতে উঠলেন আরও দুই পুতুলের সঙ্গে যৌথ সঙ্গমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল