TRENDING:

Silicon Valley Supports Kamala Harris: সিলিকন ভ্যালিতে তহবিল সংগ্রহে এগিয়ে কমলা হ্যারিস, মার্কিন নির্বাচনের আগে কপালে ভাঁজ ট্রাম্পের?

Last Updated:

বেশ কিছু বড় কোম্পানির কর্মচারী, তাঁদের পরিবার এখনও পর্যন্ত যে পরিমাণ তহবিল হ্যারিস ও ডেমোক্র্যাটিক দলকে দান করেছেন, তার পরিমাণ প্রায় ২.১৬ মিলিয়ন ডলার৷ যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ১৮ কোটি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াশিংটন ডি সি: জনমত সমীক্ষাতে আগে থেকেই এগিয়ে ছিলেন কমলা হ্যারিস৷ এবার অর্থ সংগ্রহের দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন তিনি৷ বিশেষ করে নির্বাচনের জন্য সিলিকন ভ্যালির অনুদানের তথ্য সে কথাই বলছে৷
অর্থ সংগ্রহের দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন কমলা হ্যারিস
অর্থ সংগ্রহের দৌড়েও অনেকটা এগিয়ে গেলেন কমলা হ্যারিস
advertisement

সূত্রের খবর অনুযায়ী, প্রযুক্তিনগরীর বড় কোম্পানি যেমন আ্যমাজন, অ্যালফাবেট, মাইক্রোসফটের কর্মচারীরা সরারসরি কমলা হ্যারিসকে সমর্থন করছেন৷

আরও পড়ুন: সিরিয়ায় ইজরায়েলি হামলা, মৃত ১৪, ক্রমশ কি জটিল হচ্ছে মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি?

যদিও টেক জায়ান্ট এলন মাস্ক, মার্ক অ্যান্ডাসনের মতো ব্যক্তিত্বরা সরাসরি ট্রাম্পকে সমর্খন জানিয়েছেন৷ কিন্তু কোম্পানির কর্মচারীদের অনুদান ডেমোক্র্যাটিক পার্টির দিকেই৷

advertisement

আরও পড়ুন: আকাশ চিরে বাজ পড়ে সব শেষ, মৃত্যু ৭ জনের, হাহাকার পরিবারের

জানা যাচ্ছে ভেনচার ক্যাপিটালিস্ট রেইড হফম্যান, গ্রেলক, উদ্যোগপতি মার্ক কুবানের মতো ব্যক্তিত্বরা সরাসরি কমলা হ্যারিসকে সমর্থন করছেন৷ যদিও সিলিকন ভ্যালির বেশ কিছু কোম্পানির কাস্টমার উভয় দলেরই সমর্থক হওয়ায় তারা সরাসরি কোনও দলকেই সমর্থন করছেন না৷

তবে বেশ কিছু বড় কোম্পানির কর্মচারী, তাঁদের পরিবার এখনও পর্যন্ত যে পরিমাণ তহবিল হ্যারিস ও ডেমোক্র্যাটিক দলকে দান করেছেন, তার পরিমাণ প্রায় ২.১৬ মিলিয়ন ডলার৷ যার মূল্য ভারতীয় টাকায় প্রায় ১৮ কোটি৷ ট্রাম্পের প্রাপ্ত তহবিলের প্রায় ৪০ গুণ বেশি৷ সিলিকন ভ্যালিতে ৫নভেম্বর নির্বাচন৷ তার আগে এই তথ্য ডেমোক্র্যাটিক পার্টির কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট৷

advertisement

প্রসঙ্গত, জুন মাসের শেষ পর্বে ট্রাম্পের সঙ্গে বাইডেনের প্রথম বিতর্ক হয়৷ তারপরই ডেমোক্র্যাট দলের অন্দরেই প্রশ্ন ওঠে, বাইডেন কি শারীরিক এবং মানসিক ভাবে আগামী পাঁচ বছর এই পদ সামলাতে সক্ষম?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলাইয়ের মধ্য পর্বে নির্বাচনী দৌড় থেকে নিজেই সরে দাঁড়ান বাইডেন৷ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেন তিনিই। অগাস্টের তৃতীয় সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিক ভাবে কমলার প্রার্থীপদ দলীয় অনুমোদন পায়।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Silicon Valley Supports Kamala Harris: সিলিকন ভ্যালিতে তহবিল সংগ্রহে এগিয়ে কমলা হ্যারিস, মার্কিন নির্বাচনের আগে কপালে ভাঁজ ট্রাম্পের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল