advertisement
তিনি আরও বলেন, “ভারত মানব ইতিহাসের সবচেয়ে বৈচিত্র্যময় দেশ। এমনকী এই সমালোচনার মধ্যেও ওবামা কোনও সাহায্য করতে পারেননি। আমি অবশ্যই বুঝতে পেরেছি কেন, কারণ তাঁর সঙ্গে কিছু সময় কাটিয়েছি।” তিনি বলেন, “ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে ভাল ছিল। প্রধানমন্ত্রী মোদির এখানে সফরের মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। এটি বিশ্বের জন্য ভাল। আরও শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে। আমরা একে অপরের কাছ থেকে শিখতে পারি।”
অন্যদিকে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে যান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ওবামা বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তোলা উচিত বর্তমান প্রেসিডেন্টের। সেই বক্তব্যেই ক্ষুব্ধ নির্মলা।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “আমি সতর্কতার সঙ্গে বলছি, আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। অথচ তারা ভারতের ধর্মীয় সহিষ্ণুতার প্রসঙ্গ তুলছে। সম্ভবত, তাঁর আমলেই ৬ টি মুসলিম অধ্যুষিত দেশে ২৬ হাজার বোমা ফেলা হয়েছিল।” নির্মলার দাবি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এগুলো সবই উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত।
আরও পড়ুন, বিপদসীমার কাছে বইছে একাধিক নদীর জল, উত্তরবঙ্গ সফরে এসে জরুরি বৈঠক ডাকলেন মমতা
আরও পড়ুন, তৃণমূলের জন্য তৈরি ‘অ্যান্টিবায়োটিক দাওয়াই’! বেনজির হুঁশিয়ারি শুভেন্দুর
তিনি বলেন, “আইন শৃংখলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। প্রতিটি রাজ্যেই নির্বাচিত সরকার রয়েছে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। হাতে কোনও তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান ছাড়াই এই ধরণের মন্তব্য করায় একটাই বিষয় স্পষ্ট হয় যে, এগুলোই সবই উদ্দেশ্য প্রণোদিত প্রচার।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, “ধর্ম নির্বিশেষে সংখ্যালঘুরা দেশের মূল ধারার সঙ্গে যুক্ত।”