আরও পড়ুনঃ ১ দিনে ১৫৫ বার কম্পন…! জাপানে লাগাতার ভূমিকম্পে ভয়ঙ্কর আতঙ্ক, বাড়ছে মৃতের সংখ্যা
জাপানের সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, বিমানটিকে উত্তর জাপানি দ্বীপ হোক্কাইডোর সাপোরো বিমানবন্দর আনা হয়। হানেদা বিমানবন্দরে জাপানি কোস্টগার্ড অফিসার বলেছেন যে তাঁরা বিস্তারিত পরীক্ষা করছেন। আগুন লেগে যাওয়া বিমানটিতে ৩৬৭ জন যাত্রী ছিল। জ্বলন্ত বিমান থেকে ৩৬৭ জন যাত্রীকে সফলভাবে বের করে আনা হয়।
advertisement
বছরের শুরুতেই, গতকাল সোমবার ভারতীয় সময় দুপুর ১২ টা ৫৪ নাগাদ পশ্চিম জাপানে ৭.৪ মাত্রার তীব্র কম্পন অনুভূত হয়। তারপর থেকে ১৫৫ বার কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে প্রতিটি তীব্রতা ছিল ৬ থেকে ৭। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ কেড়েছে ১২ জনের। বছরের প্রথম দিনে এমন ভয়ঙ্কর বিপর্যয় ২০১১ সালের বিধ্বংসী সুনামির স্মৃতি ফের মনে করিয়ে দিল।
জানা গেছে ভয়াবহ বিপর্যয়ে প্রায় ৩৩ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎহীন৷ প্রধান মহাসড়ক থেকে সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটও বন্ধ রয়েছে। যার ফলে চিকিৎসা পরিষেবা এবং সেনা সদস্যদের উদ্ধার পরিষেবাতেও মারাত্মক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।