গত কাল চিনের অন্যতম খ্যাতিমান ব্যাবসায়ীর একটি ভিডিও দেখা যায়। গ্লোবাল টাইম নিউজের চিফ রিপোর্টার কিংকিং চেন (Quingqing Chen) খবরে জানান যে জ্যাক মা নিরুদ্দেশ হননি। চিনা সরকার পরিচালিত এই নিউজ সংস্থার হয়ে চেন বলেন যে ১০০ জন গ্রাম্য শিক্ষকের সঙ্গে মিটিং করেছেন চিনা টাইকুন।
advertisement
চেন একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে নীল রঙের পুল ওভার পরা জ্যাক শিক্ষকদের সঙ্গে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন। অক্টোবর ২০২০-র পর এটাই তাঁর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স।
কিন্তু এরকম একটি ঘটনা দেখে শুনেও কি নেটিজেনরা চুপ করে বসে থাকতে পারেন? তাঁরা এই সুযোগ ভরপুর নিয়েছেন। জ্যাক মা-র আচমকা গায়েব হয়ে যাওয়া এবং ফিরে আসা নিয়ে মজাদার মিমে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
হারানো প্রাপ্তি অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড বলে ঠাট্টা করছেন অনেকেই।
সুপারহিরোর মতো ফিরে এসেছেন জ্যাক মা, সেটাও বলছেন কেউ কেউ।
জ্যাক মা নাম ও পদবী নিয়েও কম জলঘোলা হচ্ছে না। 'দিওয়ার' (Deewaar) ছবির বিখ্যাত সংলাপ 'মেরে পাস মা হ্যায়'-এর অন্য মানেও খুঁজে পেয়েছেন কেউ কেউ!