মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহমেদাবাদে আসবেন আগামী ২৪ ফেব্রুয়ারি৷ তারপর ৩৬ ঘণ্টা তিনি ভারতে থাকবেন৷ আহমেদাবাদ থেকে তিনি প্রথমে যবেন মোতেরা স্টেডিয়ামে৷ সেখান তেকে আগ্রায় যাওয়ার কথা রয়েছে তাঁর৷ হোয়াইট হাউজের তরফেও বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদলে ইভাঙ্কা ও জ্যারেড কুশনার রয়েছেন৷
ট্রাম্প এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে৷ দিল্লি ও আহমেদাবাদে বৈঠক করবেন দুই রাষ্ট্রনেতা৷ আহমেদাবাদে রোড-শো করবেন মোদি ও ট্রাম্প৷ শহরে রাস্তার ধারে বস্তিগুলি যাতে ট্রাম্পের চোখে না-পড়ে তাই সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত রাস্তার ধারে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে৷গত ১২ ফেব্রুয়ারি মোদি ট্যুইটারে লেখেন, 'আমাদের সম্মানীয় অতিথিকে স্মরণীয় রাখার মতো স্বাগত জানাবে ভারত৷' ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহেই মোদির সঙ্গে তাঁর কথা হয়েছে৷ তাঁকে মোদি জানিয়েছেন, ২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদ বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানাতে কয়েক লক্ষ মানুষ জড়ো হবেন৷
advertisement