ছবিতেই দেখছেন এক মহিলা নগ্ন হয়ে কাজ টেবিলে বসে কাজ করছেন ৷ সেটা ছবি তুলেও আবার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ অফিসে তাঁর পোষাক না পরার কারণ, তিনি নাকি রাষ্ট্রপতির আদেশ পালন করছেন !
ঘটনাটি কী, একটু খুলে বলা যাক ৷ বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো এক জনসভায় এসে নিজেদের প্রযুক্তিগত উন্নতি নিয়ে বলতে গিয়ে বলেন, " আপনি জানেন আপনাকে কী করতে হবে। কী লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে। প্রত্যেক বিষয়ই সহজ। সৃষ্টি, আবিষ্কার, আমরা করে দেখিয়েছি"।
advertisement
এর সঙ্গে তিনি যোগ করেন, " আমাদের জীবনের একটা বিষয় খুব সহজ, আমাদের উচিত ‘নগ্ন’ হওয়া এবং কাজ করা"। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল, "উন্নতি ও কাজ"। কিন্তু একবার রাষ্ট্রপতির ওই বক্তব্য শোনার পর আর কেউ তাঁর অর্থ খোঁজার চেষ্টা করেননি, উল্টে নগ্ন হয়ে কাজ করাকেই সঠিক বলে মনে করছেন তাঁরা ৷
