TRENDING:

রাষ্ট্রপতির আদেশ মেনে অফিসে ‘নগ্ন’ হলেন কর্মচারীরা !

Last Updated:

ছবিতেই দেখছেন এক মহিলা নগ্ন হয়ে কাজ টেবিলে বসে কাজ করছেন ৷ অফিসে তাঁর পোষাক না পরার কারণ, তিনি নাকি রাষ্ট্রপতির আদেশ পালন করছেন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিনস্ক : রাষ্ট্রপতি জনগনের কাছে বক্তব্য রেখেছিলেন দেশের উন্নয়নের স্বার্থে ৷ কিন্তু তাঁর বক্তব্যকে ‘অক্ষরে অক্ষরে’ পালন করতে গিয়ে অদ্ভূত কাণ্ড বাঁধিয়ে ফেললেন সেদেশের মানুষ ৷ ছবি দেখলেই আপনি হকচকিয়ে যাবেন ৷ সামনে দেখলে যে কী হবে, তা আর না বলাই ভাল !
advertisement

ছবিতেই দেখছেন এক মহিলা নগ্ন হয়ে কাজ টেবিলে বসে কাজ করছেন ৷ সেটা ছবি তুলেও আবার দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ৷ অফিসে তাঁর পোষাক না পরার কারণ, তিনি নাকি রাষ্ট্রপতির আদেশ পালন করছেন !

ঘটনাটি কী, একটু খুলে বলা যাক ৷ বেলারুশের রাষ্ট্রপতি আলেকজান্ডার লুকাশেঙ্কো এক জনসভায় এসে নিজেদের প্রযুক্তিগত উন্নতি নিয়ে বলতে গিয়ে  বলেন, " আপনি জানেন আপনাকে কী করতে হবে। কী লক্ষ্যে আপনাকে পৌঁছাতে হবে। প্রত্যেক বিষয়ই সহজ। সৃষ্টি, আবিষ্কার, আমরা করে দেখিয়েছি"।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর সঙ্গে তিনি যোগ করেন, " আমাদের জীবনের একটা বিষয় খুব সহজ, আমাদের উচিত ‘নগ্ন’ হওয়া এবং কাজ করা"। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির ওই মন্তব্যের উদ্দেশ্য ছিল, "উন্নতি ও কাজ"। কিন্তু একবার রাষ্ট্রপতির ওই বক্তব্য শোনার পর আর কেউ তাঁর অর্থ খোঁজার চেষ্টা করেননি, উল্টে নগ্ন হয়ে কাজ করাকেই সঠিক বলে মনে করছেন তাঁরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
রাষ্ট্রপতির আদেশ মেনে অফিসে ‘নগ্ন’ হলেন কর্মচারীরা !