ওই অর্থে শহরে বাড়ি তৈরি করার জন্য বলা হচ্ছে৷ স্থানীয় কাউন্সিলর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই শহরের ঐতিহাসিক কেন্দ্রে ১৯৯১ সালের আগে তৈরি অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে৷ সেগুলিতে তাঁরা নতুন বাসিন্দাদের নতুন সংসার দেখতে চান৷ প্রাচীন শহরে ইতিহাস, স্থাপত্য ও শিল্পের এই নিদর্শনগুলি শূন্য দেখতে ভাল লাগে না, মত স্থানীয় প্রশাসকদের৷
advertisement
আগ্রহী বাসিন্দাদের আকর্ষণ করতে অর্থের ব্যবস্থা রাখা হয়েছে৷ কারণ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ের প্রলেপ পড়েছে শহরের গায়ে৷ কাউন্সিলরের দাবি, কর্তৃপক্ষের পরিকল্পনা আছে পরবর্তী সপ্তাহগুলিতে এই বিষয়ে আবেদন গ্রহণ করার৷
আরও পড়ুন : ৪ মহাদেশে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি তরুণীর
যদি কেউ আগ্রহী হন, শহরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন৷ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যদি কেউ এই শহরের পরিত্যক্ত বাড়ি কিনতে চান, তাহলে তাঁকে ৩০ হাজার ইউরো দেওয়া হবে৷ টাকার কিছু অংশ ব্যবহার করা হবে পুরনো বাড়ি কিনতে এবং কিছু অংশ ব্যবহার করা হবে বাড়িগুলি মেরামতে৷
ইতালীয় আইন অনুযায়ী পরবর্তীতে আরও বৃহত্তর ক্ষেত্রে পাবলিক ফান্ডের বন্দোবস্ত করা হবে৷ অনুমান করা হচ্ছে প্রতি বছর ১,০০০,০০০ ইউরো বরাদ্দ করা হবে৷ এই অর্থ পরবর্তীতে ব্যবহার করা হবে শহরের উন্নয়নে৷