TRENDING:

এই শহরে থাকতে আগ্রহী হলেই দেওয়া হবে ২৫ লক্ষ টাকা

Last Updated:

Italian Town: সারা বিশ্বের কাছে আবেদন করেছেন সেখানে গিয়ে বসবাসের জন্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাসিন্দাদের আকৃষ্ট করতে লোভনীয় অফার নিয়ে হাজির ইতালির কিছু ছোট শহর৷ সারা বিশ্বের কাছে আবেদন করেছেন সেখানে গিয়ে বসবাসের জন্য৷ ইতালির পাগলিয়া প্রদেশের প্রেসিক্কে শহরে গিয়ে থাকলে ৩০ হাজার ইউরো দেওয়া হবে বাড়ি তৈরি করার জন্য৷ ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা৷
advertisement

ওই অর্থে শহরে বাড়ি তৈরি করার জন্য বলা হচ্ছে৷ স্থানীয় কাউন্সিলর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই শহরের ঐতিহাসিক কেন্দ্রে ১৯৯১ সালের আগে তৈরি অনেক বাড়ি ফাঁকা পড়ে আছে৷ সেগুলিতে তাঁরা নতুন বাসিন্দাদের নতুন সংসার দেখতে চান৷ প্রাচীন শহরে ইতিহাস, স্থাপত্য ও শিল্পের এই নিদর্শনগুলি শূন্য দেখতে ভাল লাগে না, মত স্থানীয় প্রশাসকদের৷

advertisement

আগ্রহী বাসিন্দাদের আকর্ষণ করতে অর্থের ব্যবস্থা রাখা হয়েছে৷ কারণ সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়ের প্রলেপ পড়েছে শহরের গায়ে৷ কাউন্সিলরের দাবি, কর্তৃপক্ষের পরিকল্পনা আছে পরবর্তী সপ্তাহগুলিতে এই বিষয়ে আবেদন গ্রহণ করার৷

আরও পড়ুন : ৪ মহাদেশে ৩০ হাজার কিমি পাড়ি দিয়ে সিঙ্গাপুর থেকে অ্যান্টার্কটিকায় খাবার ডেলিভারি তরুণীর

advertisement

যদি কেউ আগ্রহী হন, শহরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন৷ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যদি কেউ এই শহরের পরিত্যক্ত বাড়ি কিনতে চান, তাহলে তাঁকে ৩০ হাজার ইউরো দেওয়া হবে৷ টাকার কিছু অংশ ব্যবহার করা হবে পুরনো বাড়ি কিনতে এবং কিছু অংশ ব্যবহার করা হবে বাড়িগুলি মেরামতে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতালীয় আইন অনুযায়ী পরবর্তীতে আরও বৃহত্তর ক্ষেত্রে পাবলিক ফান্ডের বন্দোবস্ত করা হবে৷ অনুমান করা হচ্ছে প্রতি বছর ১,০০০,০০০ ইউরো বরাদ্দ করা হবে৷ এই অর্থ পরবর্তীতে ব্যবহার করা হবে শহরের উন্নয়নে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
এই শহরে থাকতে আগ্রহী হলেই দেওয়া হবে ২৫ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল