রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিশ্ব মহাকাশ গবেষণা সপ্তাহ পালনের অনুষ্ঠানে নাসার গবেষক অ্যান ডেবেরিয়াক্স বলেন, 'বিক্রমের যোগাযোগ করতেই হবে ইসরোর বিজ্ঞানীদের৷ চাঁদ নিয়ে গবেষণার জন্য এটা খুবই জরুরি৷' প্রসঙ্গত, বিক্রমের সঙ্গে যোগাযোগের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে ইসরো৷
একই সঙ্গে বিক্রমের ঠিক কোথায় প্রযুক্তিগত গলদ ছিল, তা জানতে একটি জাতীয় কমিটি গঠন করেছে ইসরো৷ এখনও পর্যন্ত যা খবর, চাঁদের দক্ষিণ মেরুতে পড়ে রয়েছে বিক্রম৷ অ্যানের কথায়, 'আমরা সত্যিই ঠিক বুঝতে পারছি না, কী ঘটল বিক্রমের সঙ্গে৷ কী ভাবে চাঁদের মাটিতে নেমেছে, জানি না৷'
advertisement
প্রতি বছর ৪ থেকে ১০ অক্টোবর মহাকাশ গবেষণা সপ্তাহ পালন করে রাষ্ট্রপুঞ্জ৷ ১৯৫৭ সালের ৪ অক্টোবর প্রথম মানুষের তৈরি স্যাটেলাইট স্পুটনিক ১-কে স্মরণ করেই এই সপ্তাহ উদযাপিত হয়৷
আরও ভিডিও: ভেঙে পড়া ইসরো প্রধানকে বুকে জড়ালেন মোদি, দেখুন আবেগঘন সেই ভিডিও
