TRENDING:

Israel Rocket Attack: হিজবোল্লাকে ভারী মূল্য চোকাতে হবে, ইজরায়েলের উপর হামলার পরই চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর

Last Updated:

'Hezbollah Will Pay Heavy Price': হিজবোল্লা গোষ্ঠীকে চরম হঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ তিনি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন৷ মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেবার সময় তিনি বলেন, ইজরায়েল তাঁর সীমান্ত রক্ষা করার জন্য যা করার সেটাই করবে৷ তারপরই এই হামলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েল: গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলা চালানো হয়৷ ইজরায়েলের পক্ষ থেকে এই হামলার জন্য হিজবোল্লা গোষ্ঠীকে দায়ী করে৷
গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে (AP photo)
গত শনিবার, ইজরায়েলের নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে (AP photo)
advertisement

এই ঘটনায় ১২ জন নিহত হয়েছেন৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ‘‘ ওরা সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে৷ আমরা এই ভয়াবহ হামলার উত্তর দেব৷’’

আরও পড়ুন: ‘সেফ জোন’ খান ইউনিসেও ইজরায়েলের হামলা, গাজায় ফের আশ্রয়চ্যুত ১ লক্ষ ৮০ হাজার জন

এবার এই প্রসঙ্গেই হিজবোল্লা গোষ্ঠীকে চরম হঁশিয়ারি দিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ তিনি সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন৷ মার্কিন কংগ্রেসে বক্তৃতা দেবার সময় তিনি বলেন, ইজরায়েল তাঁর সীমান্ত রক্ষা করার জন্য যা করার সেটাই করবে৷ তারপরই এই হামলা৷

advertisement

আরও পড়ুন: যুদ্ধ নয়, কুটনীতি ও আলোচনাই একমাত্র শান্তি স্থাপন করতে পারে, গাজা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এস জয়শঙ্কর

এই ঘটনায় মার্কিন সফর কাটছাট করে দেশের উদ্দেশ্যে পারি দিয়েছেন৷ তিনি বলেন,‘‘ইজরায়েল এই হত্যাকাণ্ডের উত্তর না দিয়ে থামবে না৷ হিজবোল্লাকে এর জন্য ব্যাপক মূল্য চোকাতে হবে, যা ওরা আগে কখনও ভাবেনি৷’’ যদিও হিজবোল্লার তরফ থেকে হামলার ঘটনা স্বীকার করা হয়নি৷

advertisement

ইজরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবরের পর এটাই ইজরায়েলের উপর সবথেকে মারাত্মক হামলা৷ এই হামলার পর থেকেই লেবানন সীমান্তে গুলির লড়াই শুরু হয়ে গিয়েছে৷

যদিও ইরান ইজরায়েলকে ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে লেবাননের উপর সামরিক আঘাত করতে তার ফল খুব খারাপ হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এই পরিস্থিতে বেঞ্জামিন নেতানিয়াহুর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে৷ এরফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Rocket Attack: হিজবোল্লাকে ভারী মূল্য চোকাতে হবে, ইজরায়েলের উপর হামলার পরই চরম হুঁশিয়ারী নেতানিয়াহুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল