কিছুদিন আগেই ইরানের হিজবুল্লাহ সংগঠন ইজরায়েলে প্রায় এক হাজারের বেশি রকেট হানা চালায়। গোটা দেশে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা জারি করেছিল ইজরায়েল সরকার। এরসঙ্গেই তাঁরা পাল্টা হানা চালাবে বলে জানিয়েছিল নেতানেয়াহুর প্রশাসন। এরপরেই গাজা স্ট্রিপে একের পর এক বিমানহানা চালায় ইজরায়েল। এই বিমানহানায় মৃত্যু হয় মোট ১৮ জনের।
এই ঘটনায় ওই অঞ্চলে হামাস দ্বারা পরিচালিত সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো হয়, গত সোমবার তিন শিশু-সহ এবং তাঁর তিন মায়ের মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: চাঁদের মাটিতে জল! অক্সিজেনও উৎপাদন সম্ভব, চাঞ্চল্যকর দাবি চিনের গবেষকদের
এছাড়াও দক্ষিণ গাজাতে মঙ্গলবার সকালের হানাতে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এক পুরুষ, তিন শিশু-সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মঙ্গলবার পশ্চিম গাজাতে খান ইউনিসে একটি বাড়িও ধুলিসাৎ হয়ে যায়। এই হানাতে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের প্রত্যেকেকেই নাসির হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ইজরায়েলের তরফ থেকে জানানো হয়েছে তাঁরা যতটা সম্ভব সাধারণ মানুষদের লোকবসতিপূর্ণ এলাকায় হানা এড়ানোর চেষ্টা করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এই হানার ফলে, গাজায় এখনও পর্যন্ত মোট ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।