TRENDING:

Israel Rocket Attack: ফের তছনছ ইজরায়েলের আয়রন ডোম! মুড়ি-মুড়কির মতো রকেট হানা...আছড়ে পড়ল বাচ্চাদের খেলার মাঠেও

Last Updated:

গত শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েল: ফের তছনছ হয়ে গেল ইজরায়েলের আয়রন ডোম৷ লেবানন সীমান্তের ওপার থেকে এপারে ইজরায়েলের গোলান হাইটসে আছড়ে পড়ল একের পর এক মিসাইল৷ ঘটনায় এখনও পর্যন্ত শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইজরায়েল প্রশাসনস৷ শুধু তাই নয়, তাঁদের দাবি, গত বছরের ৭ অক্টোবরের ভয়াবহ হামলার মতোই ভয়ানক ছিল এদিনের হামলা৷
advertisement

ইজরায়েলের তরফে জানানো হয়েছে, লেবাননের দিক থেকে ইজরায়েলি জমিতে আছড়ে পড়া অন্তত ৩০টি প্রোজেক্টাইল চিহ্নিত করতে পেরেছে তারা৷ এই হামলার পিছনে ইরান মদতপুষ্ট বিদ্রোহী সংগঠন হিজবোল্লার হাত রয়েছে বলে দাবি ইজরায়েলের৷ এদিনের হামলার ঘটনায় গত ৯ মাস ধরে চলা যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়তে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল৷ ইজরায়েলের বহু রাজনৈতিক নেতাই পাল্টা প্রত্যাঘাত করার দাবি জানাচ্ছে৷ যদিও হিজবোল্লা গোষ্ঠী স্পষ্ট জানিয়ে দিয়েছে এই রকেট হামলার পিছনে তারা কোনও ভাবেই দায়ী নয়৷

advertisement

আরও পড়ুন:  ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা

গোলান হাইটসে প্রায় ২০ হাজার ড্রুজ উপজাতির আরব বংশোদ্ভূতদের বাস৷ ১৯৬৭ সালে দীর্ঘ ৬ দিনের লড়াইয়ে সিরিয়ার কাছ থেকে এই ভূখণ্ড ছিনিয়ে নিয়েছিল ইজরায়েল৷ ১৯৮১ সালে তা পাকাপাকি ভাবে ইজরায়েলের দখলে চলে আসে৷ বর্তমানে এখানে ড্রুজ উপজাতিদের পাশাপাশি ৫০ হাজার ইজরায়েলিদেরও বাস৷ তবে ড্রুজ উপজাতির মানুষেরা বেশিরভাগই নিজেদের সিরিয়ার বাসিন্দা বলেই ডাকতে পছন্দ করেন এবং ইজরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকার করেছেন৷

advertisement

গত শনিবার ইজরায়েল অধিকৃত নর্দার্ন গোলান হাইটসের মজদাল শামস গ্রামেই এই অংশেই চালানো হয়েছে রকেট হামলা৷ হামলায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি ২৯ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন: বাংলাকে টুকরো টুকরো করার পরিকল্পনা! দিল্লি যাওয়ার পথে বিস্ফোরক মমতা

বাচ্চাদের ফুটবল খেলার মাঠে আছড়ে পড়েছে রকেট৷ ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘‘এটা ভয়াবহ একটা হামলা৷ আমরা এর উত্তর দেব৷ ফলক ১ এক ধরনের ইরানীয় রকেট, যা এই হামলায় ব্যবহার করা হয়েছে৷ এই মডেল কেবলমাত্র হিজবোল্লারাই ব্যবহার করে৷ এই হামলায় ছোট ছোট ১২টা ছেলেমেয়ের প্রাণ চলে গেছে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হামলার খবর পেয়ে নিজের মার্কিন সফর কাটছাট করে দ্রুত দেশে ফিরছেন ইজারেয়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু৷ দেশে ফিরেই একটি নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে চলেছেন তিনি৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Rocket Attack: ফের তছনছ ইজরায়েলের আয়রন ডোম! মুড়ি-মুড়কির মতো রকেট হানা...আছড়ে পড়ল বাচ্চাদের খেলার মাঠেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল