TRENDING:

Israel Iran Tension: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের

Last Updated:

হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছিল৷ এই প্রসঙ্গে ইজরায়েল পররাষ্ট্র মন্ত্রী কাটজ মঙ্গলবার সিনওয়ারের হামাসের প্রধান হওয়াকে খুব একটা ভাল চোখে মোটেই দেখেননি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ইজরায়েল: তেহরানে হামাস প্রধানকে হত্যার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশই অবনতির পথে৷ এই পরস্থিতিতে আক্রমণ ঠেকানোর জন্য সামরিক প্রস্তুতি নিতে শুরু করল ইজরায়েল৷
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা
(Image: Reuters File)
হামাসের নতুন প্রধানের নাম ঘোষণা (Image: Reuters File)
advertisement

এই অবস্থায় ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েলে সামরিক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে৷ বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে ইরানের সম্ভাব্য আক্রমণ ঠেকানোর জন্য ইজরায়েল সামরিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷

আরও পড়ুন: ইরানের হুঁশিয়ারি, সামরিক প্রস্তুতি শুরু ইজরায়েলে, কোন দিকে মোড় দিচ্ছে মধ্য-প্রাচ্যের যুদ্ধের আবহাওয়া

ইরানও হামাস প্রধানকে হত্যা করার পর থেকেই ইজরায়েলকে হুঁশিয়ারী দিতে কসুর করছে না৷ এই প্রক্ষাপটে হামাসের নতুন প্রধান নিযুক্ত হয়েছে ইয়াহিয়া সিনওয়ার৷ তাঁকেও সম্পূর্ণ ভাবে ‘নির্মুল’ করার প্রতিশ্রুতি দেয় ইজরায়েল৷

advertisement

হামাসের প্রাক্তন প্রধানের মৃত্যুর পরই ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচিত করা হয়েছিল৷ এই প্রসঙ্গে ইজরায়েল পররাষ্ট্র মন্ত্রী কাটজ মঙ্গলবার সিনওয়ারের হামাসের প্রধান হওয়াকে খুব একটা ভাল চোখে মোটেই দেখেননি৷

আরও পড়ুন: ইজরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা, ঝাঁজ বাড়াচ্ছে হিজবুল্লা, যুদ্ধ কি তবে কেবল সময়ের অপেক্ষা?

advertisement

তিনি বিবৃতিতে জানিয়েছেন, ‘‘হামাসের ভিতর তাঁর এই পদন্নোতি সিনওয়াতে খতম করার আরও বড় এক কারণ৷ এই ঘৃণ্য সংগঠনকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চাই৷’’

২০১৭ সাল থেকে সিনওয়ার গাজা ভূখণ্ডের নেতা হিসেবে বিবেচিত৷ ৭ অক্টোবর ইজরায়েলে হামলার পর থেকেই সিনওয়ারকে আর গাজা ভূখণ্ডে দেখা যায়নি৷ এই প্রসঙ্গে হিজবুল্লা সিনওয়ারকে অভিনন্দন জানিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

সূত্রের খবর, এই প্রসঙ্গে ইজরায়েল তার নিজের সুরক্ষার জন্য সব রকম রক্ষণাত্মক ও আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে৷ নেতানিয়াহুও তেমনই ইঙ্গিত দিয়েছে৷ নতুন হামাসের প্রধানের নাম ঘোষণা ও তাঁরই সঙ্গে ইজরায়েলের হুমকিতে পরিস্থিতি কী আরও খারাপের দিকে মোড় নেবে৷ সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Iran Tension: নতুন হামাস প্রধান সিনওয়ার, হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার সংকল্প ইজরায়েলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল